২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শাহিনবাগে পেট্রোলবোমা নিক্ষেপ

শাহিনবাগে সংঘর্ষ। - ছবি : এনডিটিভি

দিল্লির শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ চলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় আধঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। শাহিনবাগের ধর্নার পাশেই পুলিশ ব্যারিকেডে কেউ পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে বোমার বিস্ফোরণে কেউ হতাহত হননি।

দুই পক্ষের মধ্যে এক পক্ষের দাবি ছিল, প্রধানমন্ত্রীর আর্জি মেনে ‘জনতা কারফিউ’ পালন করতে হবে। অন্য পক্ষ তা চায়নি। এই মতান্তরকে কেন্দ্র করেই শুরু হয় সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পেট্রোল বোমা ছোঁড়ার প্রসঙ্গে পুলিশ বলছে, যে পেট্রোল বোমা ছুঁড়েছে সে জামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে ৭ নম্বর গেটের কাছেও বোমা ছুঁড়েছিল। তবে সেখানেও কেউ আহত হয়নি।

জানা গেছে, পেট্রোল বোমা নিক্ষেপকারী ব্যক্তি বাইকে চড়ে এসেছিল।

শনিবার ‘ইন্ডিয়া ইসলামিক সেন্টার’-এ বিক্ষোভকারীদের নিয়ে পুলিশের বৈঠক হয়। সেখানেও দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। একদল চেয়েছিল শাহিনবাগ খুলে দেয়া হোক। অন্য দল তাতে রাজি ছি‌ল না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশের আপত্তি না শুনে রোববারও ‘জনতা কারফিউ’র মধ্যে শাহিনবাগে ক’জন নারী বিক্ষোভে অংশ নেন। তবে বাকি কোনো বিক্ষোভকারীকে রোববার শাহিনবাগে দেখা যায়নি।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রুখতে ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ চলছে। 

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement