২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গোহারা বিজেপি, তাহলে কি সত্যিই দিল্লিতে মুঘল শাসন কায়েম হবে!

- ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলে আবার মোগল শাসন কায়েম হবে। রাজধানীর ভোটযুদ্ধে এমন প্রচার চালায় বিজেপি। দিল্লি ভোটে গোহারা হারলেও, বিজেপির মোগল বিদ্রোহ জারি।

উত্তর-পশ্চিম দিল্লির এক কোণে শালিমারবাগ। এখানে ১৭০০ শতাব্দীর প্রাসাদ শিসমহল। তৈরি করিয়ে ছিলেন শাহজাহানের পত্নী আকবরাবাদী বেগম। উৎকৃষ্ট ফলের বাগান, সঙ্গে প্রমোদ উদ্যান। ১৬৫৮ খ্রীস্টাব্দে এই শিসমহলে ষষ্ঠ মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজ্যাভিষেক হয়।

শালিমার বাগের সুবিশাল চেহারা আর নেই। বেঁচে থাকা ১৮০ একর জমিতে গড়ে উঠেছে পার্ক। শিসমহলের অবস্থা খুব খারাপ। তার একাংশ কার্যত পরিত্যক্ত। দেওয়াল থেকে খসে পড়ছে চুন পলেস্তরা। বেরিয়ে এসেছে পুরনো লখোরি ইট।

শিসমহলের সংস্কারে হাত লাগিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তা জানতে পেরে তত্‍পর দিল্লি বিজেপি। আওরঙ্গজেবের রাজ্যাভিষেক হয়েছিল যে প্রাসাদে তার তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, স্থানীয় সাংসদ, দিল্লির লেফটেন্যান্ট জেনারেল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর লিখেছেন, পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিপুল টাকা খরচ করে শিস মহলের পুনর্নির্মাণ করছে। দিল্লির মানুষ এই খবর পেয়ে অত্যন্ত বিরক্ত। আওরঙ্গজেবের মতো নিষ্ঠুর শাসকের স্মৃতি উদযাপন করা উচিত নয়।

এর আগে দিল্লির আওরঙ্গজেব রোডের নাম বদলে এপিজে আবদুল কালাম রোড করেছে বিজেপি নেতৃত্বাধীন নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। এবার শিসমহল সংস্কারের ঘোর বিরোধী বিজেপি।

চিঠিতে দলের তরফে লেখা হয়েছে, শিসমহল লাগোয়া বাগান ও জলাশয় সংস্কার নিয়ে কোনও আপত্তি নেই। উন্নয়ন হলে শালিমারবাগের মানুষ ভাল পার্ক পাবেন। কিন্তু শিসমহল সংস্কারের সিদ্ধান্ত খতিয়ে দেখা হোক। ২০১৯ সালে দিল্লির লেফটেন্যান্ট জেনারেল, ডিডিএ চেয়ারম্যান, পুরাতত্ত্ব সর্বেক্ষণের কর্মকর্তারা শালিমারবাগ ঘুরে দেখেন। ঐতিহাসিক সৌধের সংস্কার করে পার্কের উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন লেফটেন্যান্ট জেনারেল অনিল বৈজল। দিল্লি বিজেপির এই চিঠির পর শিসমহলের সংস্কার কোন পথে এগোয়, এখন সেটাই দেখার। জিনিউজ।


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল