১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আবারো পঙ্গপালে জেরবার পাকিস্তান, জরুরি অবস্থা ঘোষণা

পঙ্গপালের উৎপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে পাকিস্তান - প্রতীকী ছবি

পঙ্গপালের উৎপাতে কঠিন বিপদে পড়েছে পাকিস্তান। দেশের প্রধান কৃষি অধ্যুষিত প্রদেশ পাঞ্জাবে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের উৎপাতে নষ্ট হচ্ছে খেতের পর খেত শস্য। সমস্যা এতোটাই গভীর যে তা মোকাবিলায় দেশের সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

গত শুক্রবার এ ব্যাপারে মন্ত্রিসভার সদস্য, পাকিস্তানের চারটি প্রদেশের প্রশাসনিক অফিসার এবং সংশ্লিষ্ট দফতরের অফিসারদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে পুরো সমস্যার কথা বিশদে ব্যাখ্যা করেন তার অর্থনৈতিক উপদেষ্টা হাফিজ শেখ।

ওই বৈঠকেই ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা এনএপি অনুমোদন দেয়া হয়। সমস্যা মোকাবিলায় ৭.‌৩ বিলিয়ন পাকিস্তানি টাকা খরচ হবে। খাদ্য নিরাপত্তামন্ত্রী মাখদুম খুসরো বখতিয়ারের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছেন ইমরান খান। ন্যাশনাল অ্যাসেম্বলিকে সমস্যার গুরুত্বের বিষয়ে অবগত করে প্রাদেশিক প্রশাসন এপর্যন্ত কী কী পদক্ষেপ করেছেন সেই তথ্য দিয়েছেন খুসরো।

বৈঠকে স্থির হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, প্রাদেশিক বিপর্যয় মোকাবিলা দল এবং প্রাদেশিক দফতরগুলোকেও পঙ্গপাল নিয়ন্ত্রণের কাজে যুক্ত করা হবে।

এর আগে ১৯৯৩ সালেও এভাবেই পঙ্গপাল বাহিনী মোকাবিলায় এনএপি নেয়া হয়েছিল। চার দিনে সেই সমস্যা মিটেছিল।


আরো সংবাদ



premium cement