২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কোলে তুলে দেড়ঘণ্টা উদ্দাম নাচ, হিজড়াদের 'অত্যাচারে' নবজাতকের মৃত্যু

- ছবি : সংগৃহীত

বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু শিশুদের কোলে তুলে নাচানোর পন্থায় বিরাম টানেননি হিজড়ারা। ভারতের ঝাড়গ্রামে যে ঘটনা ঘটল, তা আগের সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়েছে।

বাবা-মায়ের আপত্তি উড়িয়ে অসুস্থ শিশুকে নিয়ে জোর করে নাচানোর ফলে শ্বাসকষ্টে মৃত্যু হল দেড় মাসের ওই বাচ্চার। এই ঘটনায় তিন হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ঝাড়গ্রামের শিলদায় শুক্রবার সকালে চন্দন খিলারের বাড়িতে আসেন কয়েকজন হিজড়া। তার সদ্যোজাত সন্তানের জন্মের খবর পেয়েই সেখানে চড়াও হয়েছিলেন তারা। শিশুকে নিয়ে নাচানোর জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তাতে রাজি না হলে জোর করে খিলার দম্পতির ওপর চড়াও হয় ওই হিজড়ারা।

বাবা-মায়ের আপত্তি উড়িয়ে সুমন খিলার নামে ছোট্ট শিশুটিকে উঠানের মধ্যে কোলে তুলে আমোদ আহ্লাদে মেতে উঠেছিলেন। তখনই অসুস্থ হয়ে পরে এক মাস ২০ দিনের শিশুটি।

তড়িঘড়ি শিশুটিকে শিলদা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে পাঠানো হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু সুমনকে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়।

জানা গেছে, সুমন নামে ওই শিশুটির হার্টের সমস্যা ছিল।

শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। ইতোমধ্যেই ৩ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। এই সময়।


আরো সংবাদ



premium cement
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস অনলাইন ক্লাসে যাচ্ছে জবি : বন্ধ থাকবে পরীক্ষা

সকল