২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

হিন্দু এলাকায় বাড়ি কেনায় মুসলিম দম্পতির বিরুদ্ধে মামলা

হিন্দু এলাকায় বাড়ি কেনায় মুসলিম দম্পতির বিরুদ্ধে মামলা - ছবি : সংগৃহীত

হিন্দু এলাকা। সেখানে বাড়ি কিনে থাকতে শুরু করেছেন মুসলিম দম্পতি। আপত্তি জানিয়ে আইন ভঙ্গের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করলেন হিন্দু প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরায় কেশরবাগ অঞ্চলে।

সংবাদমাধ্যমে সূত্রে খবর, ফয়জল ফাজলানি ও তার স্ত্রী জিনাতের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগকে খারিজ করে দিয়েছে গুজরাটের হাইকোর্ট। জানা গেছে, ওই দম্পতির বিরুদ্ধে রাজস্ব দপ্তরের বিশেষ সচিবের কাছে প্রথমে অভিযোগ দায়ের করেছিলেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগে এমনকি সায় দিয়েছিল গুজরাটের রাজ্যসরকারও। তাদের বক্তব্য, গুজরাট দাঙ্গার পর থেকে কিছু এলাকা তৈরি করা হয়েছে, যেখানে শুধু হিন্দুদের থাকা নিয়ম। সেগুলো পড়ে ‘‌উপদ্রুত এলাকা আইন’‌–এর আওতায়। আর সেই এলাকাগুলোতে কেউ বাইরে থেকে কেউ এসে এভাবে থাকতে পারেন না।

দপ্তরে অভিযোগ দায়ের করা পরই সেই অভিযোগ তুলে নিয়েছিলেন প্রতিবেশীরা। তারপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট প্রতিবেশীদের বক্তব্য শোনে। কিন্তু তাদের অভিযোগে যথেষ্ট ভিত্তি না থাকায় সেই অভিযোগ খারিজ করে দেয় আদালত।

প্রতিবেশীদের অভিযোগ, উপদ্রুত এলাকা আইন অনুযায়ী, বাইরে থেকে কোনো পরিবার উপদ্রুত অঞ্চলে এসে বসবাস করতে চাইলে তাদের জেলাপ্রশাসকের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। পাশাপাশি সেই অঞ্চলের প্রতিবেশীদের অনুমতিও প্রয়োজন। তাদের সবুজ সঙ্কেত পেলেই তবে তারা ওই অঞ্চলে বসবাস করতে পারবেন।

মুসলিম দম্পতি ওই প্রক্রিয়া মানেননি। যদিও প্রতিবেশী পক্ষের এই অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সকল