২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বাবরি মসজিদ : রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবে দুটি সংগঠন

-

বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার(রিভিউ) আবেদন করবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ও জমিয়তে উলামায় হিন্দ। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দুটি সংগঠনের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনা করে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে। একই সাথে মসজিদের নির্দিষ্ট জায়গার বদলে অন্যত্র ৫ একর জমি দেয়ার বিরোধীতা করবে তারা।

শনিবার এ বিষয়ে লক্ষৌতে বৈঠকে বসেছিল ভারতীয় মুসলিম নেতারা। বৈঠক শেষে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য এসকিউআর ইলিয়াস বলেন, ‘আমরা মসজিদের বদলে পৃথক জমি গ্রহণ করবো না জানিয়ে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো। শরীয়াহ মোতাবেক মসজিদের জমির মালিকানা আল্লাহর সেটি কাউকে দেয়া যায় না। মসজিদের বদলে আমার ৫ একর জমি নিতে রাজি নই। মসজিদকে কোন কিছুর সাথে বদল করা যায় না।

এদিকে জমিয়তে উলামায় হিন্দের প্রধান আরশাদ মাদানি জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিও আবেদন করার সিদ্ধান্তের কথা। শনিবার সংগঠনের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এটিই প্রথম বৈঠক। এ বৈঠক থেকে আগামী একমাসের মধ্যেই পুনর্বিবেচনার আর্জি দাখিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

গত সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে। মসজিদটির জায়গায় হিন্দুদের মন্দির নির্মাণের রায়ের পাশাপাশি নতুন একটি মসজিদ নির্মাণে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জমি বরাদ্দেরও নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

শুরু থেকেই এই রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছে মুসলিম সংগঠনগুলো।


আরো সংবাদ



premium cement