২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

-

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বর দখল করে আছে ভারতের রাজধানী দিল্লি। পাঁচ নম্বরে কলকাতা আর নয়ে মুম্বাই। দূষিত শহরের তালিকার প্রথম দশের তিনটি শহরই ভারতের। দেশটির বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে, যা আগে কখনও দেখা যায়নি।

সংস্থার প্রতিবেদন বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭। দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। রয়েছে পাঁচ নম্বরে। আর তালিকায় নয় নম্বরে থাকা মুম্বাইয়ে ১৫৩। অর্থাৎ দিল্লি বাদে বাকি দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক।

এদিকে গত সপ্তাহে বৃষ্টির কারণে কলকাতায় কিছুটা দূষণ কমলেও, বৃষ্টি কমতেই ফের দূষণের চাদরে ঢাকতে শুরু করেছে। দূষণের পরিমাণ সবচেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি।

দূষণ নিয়ন্ত্রণ পরিষদের এক বিশেষজ্ঞ বলেন, ‘'দূষণের নিরিখে পুরো পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এতেই বোঝা যায়, বিপদ এখানেও রয়েছে। তাই সবাইকে এখনই সতর্ক হতে হবে।'‌

দূষণের তালিকায় পাকিস্তানের লাহোর আছে দ্বিতীয় স্থানে। বাতাসের গুণমান সূচক ২৩৪। তার মানে লাহোরের চেয়ে দিল্লি দ্বিগুণ দূষিত। এই তালিকার চতুর্থ স্থানে আছে পাকিস্তানের রাজধানী করাচি, বাতাসের গুণমান সূচক ১৮০। তৃতীয় স্থানে আছে উজবেকিস্তানের তাসকেন্ত, বাতাসের গুণমান সূচক ১৮৫।

ষষ্ঠ স্থানে আছে চীনের চেংডু। বাতাসের গুণমান সূচক ১৫৮। ভিয়েতনামের হ্যাননেরও ১৫৮। অষ্টম স্থানে চীনের আরেকটি শহর গানঝু, বাতাসের গুণমান সূচক ১৫৭।

দশে আছে নেপালের কাঠমাণ্ডু। বাতাসের গুণমান সূচক ১৫২।

সূত্র : স্কাইমেট ওয়েদার ডট কম


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল