২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আবার সৌদি আরব সফরে ইমরান খান

- ফাইল ছবি

দুই দিনের সরকারি সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসঙ্ঘের ৭৪তম অধিবেশনে যোগ দেয়ার আগে বৃহস্পতিবার রিয়াদের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেন ইমরান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাশ্মিরের সঙ্কটময় পরিস্থিতি নিয়ে সৌদি আরবের সাথে আলোচনা করবেন ইমরান খান।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ইমরান খানের সাথে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সুসম্পর্ক বিরাজ করছে। ইমরান এর আগেও সৌদি আরব সফর করেছেন। বিন সালমানও পাকিস্তান সফর করেছেন মাস দুই আগে।

দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট কাটাতে বন্ধু দেশগুলোর সাথে একের পর এক বৈঠক করছেন ইমরান খান। সে প্রক্রিয়ার অংশ হিসেবে এবং কাশ্মির ইস্যুতে সৌদি আরবকে পাশে পাওয়ার জন্যই এবারের সফর বলে ধারণা করা হচ্ছে।

রিয়াদ থেকেই নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন ইমরান। জাতিসঙ্ঘে দেয়া ভাষণে ইমরান কাশ্মির পরিস্থিতি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement