২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে হামলা চালাতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী : জেনারেল রাওয়াত

ভারতীয় ট্যাংক বাহিনী
ভারতীয় ট্যাংক বাহিনী - ছবি : সংগৃহীত

দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেয়ার জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। কেন্দ্রীয় সরকারকে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাবাহিনী সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জি নিউজ।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জি নিউজ জানায়, সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান বলেছেন, 'পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি সেনবাহিনী। দরকারে পাকিস্তানের ভিতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা।'

এদিকে এই সময়ের খবরে বলা হয়, বালাকোটে সেই হামলার পর, সরকারের একদম শীর্ষস্তরে সেনাপ্রধান বিপিন রাওয়ত জানিয়েছিলেন, পাকিস্তানের যে কোনোরকম আক্রমণ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী তৈরি।

ওই সূত্রের কথায়, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই ছিল। পাকিস্তানের ভিতরে ঢুকেই লড়াই করত। যুদ্ধের জন্য তার বাহিনী কতটা তৈরি রয়েছে, সে সম্পর্কে সরকারকে অবহিত করেছিলেন স্বয়ং সেনাপ্রধান। সোমবার অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন জেনারেল রাওয়াত। সেখানে তিনি বলেন, বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পাকিস্তান যদি কোনোরকম আগ্রাসী মনোভাব দেখানোর চেষ্টা করত, তা প্রতিহত করা হত। ভারতীয় বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি রাখা হয়েছিল।

সূত্রের খবর, ২০১৬ সালে উরিতে বিদ্রোহী হামলার পরপরই গোলাবারুদ কিনতে ১১ হাজার কোটি রুপির চুক্তি করে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে সেই চুক্তির ৯৫ শতাংশ গোলাবারুদ সেনা বাহিনীর হাতে চলে এসেছে। এ ছাড়া, অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে আরো ৩৩টি চুক্তি চূড়ান্ত করা হয়। মোট চুক্তির পরিমাণ ৭ হাজার কোটি রুপি। অস্ত্রখাতে ৯ হাজার কোটির আরো একটি চুক্তি পাকা হওয়ার মুখে রয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য?

সকল