১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

- সংগৃহীত

শনিবার কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়েছে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। নিহত ভারতীয় সেনার নাম ল্যান্স নায়েক সন্দীপ থাপা। ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তের নওসেরা ও রাজৌরি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা নিহত হয়। তিনি ভারতের দেরাদুনের বাসিন্দা বলে জানা গেছে।

অবশ্য, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, শনিবার পাকিস্তান প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। দু'পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

ভারতের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) অস্ত্রবিরতি লঙ্ঘন করে শনিবার পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও মর্টার শেল ছুড়লে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা (৩৫) গুরুতর আহত হয়। পরে মারা যায় সে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় চলছে। তবে, এতে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, তা এখনো জানা যায়নি।

এর আগে মাত্র দু'দিন আগেই দু'পক্ষের গোলাগুলিতে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের তিন সেনা নিহত হয়। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর উত্তাপ সীমান্তেও ছড়িয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement
ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত

সকল