২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

যজম কন্যাসন্তানের মা হলেন সেই ‘লৌহ মানবী’ শর্মিলা

স্বামীর সাথে শর্মিলা - ছবি : এই সময়

বিশ্ব মা দিবসে যজম কন্যাসন্তানের মা হলেন ভারতের ‘লৌহ মানবী’ খ্যাত ৪৬ বছর বয়সী ইরম শর্মিলা চানু। রোববার সকালে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে দুই কন্যার জন্ম দেন চানু। শর্মিলার স্বামী জানান, মা ও দুই সন্তান সুস্থ আছেন। দ্রুতই তাদের ছবি প্রকাশ করা হবে।

ব্রিটিশ নাগরিক ডেসমন্ড কুটিনহোর সাথে বিয়ের পর বর্তমানে তিনি কোদাইকানালের বাসিন্দা। সোমবার এই সময় ডিজিটালের পক্ষ থেকে শর্মিলার স্বামী ডেসমন্ড কুটিনহোর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাদের জন্য এটা একটা নতুন জীবন, নতুন একটা শুরু। ছেলে, মেয়ে নিয়ে তার ও তার স্ত্রী শর্মিলার আলাদা কোনো পছন্দ ছিল না। তিনি ও তার স্ত্রী সুস্থ সন্তান চেয়েছিলেন।’

ডেসমন্ড আরো বলেন, ‘সন্তানেরা আন্তর্জাতিক মা দিবসে জন্মেছে। তাই তার স্ত্রী চানু ও তিনি দ্বিগুণ খুশি। এটা খুবই তাৎপর্যপূর্ণ।’

২০০০ সালে মণিপুরের রাজধানী ইম্ফলের এক বাসস্টপে সেনার গুলিতে ১০ জন নাগরিকের মৃত্যুর প্রতিবাদে ওই বছরের নভেম্বর মাস থেকে অনশন শুরু করেন ইরম শর্মিলা চানু। মণিপুরে আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘ ১৬ বছরের অনশন করেন তিনি। শেষপর্যন্ত ২০১৬ সালের ৯ অগস্ট অনশনে প্রত্যাহার করেন চানু।

সূত্র : এই সময় 


আরো সংবাদ



premium cement