২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইভিএমে সব ভোট যাচ্ছে বিজেপিতে, ধরা পড়ল ত্রুটি

- ছবি : সংগৃহীত

ইভিএম-এ যে বোতাম টেপা হোক, ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের একটি কেন্দ্রে এমনই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন ভোটাররা। এরপর ভোটগ্রহণ বন্ধ রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরীক্ষা করে দেখেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ধরা পড়ে ত্রুটি এরপর পুরনো ইভিএম বদলে নতুন ইভিএম দেওয়া হয়।

ভারতের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের খণ্ডঘোষের হরিজন প্রাইমারি স্কুলের ২১০ নং বুথে ঘটেছে এই ঘটনা। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ রোববার সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে বিহারে আটটি, হরিয়ানায় ১০, ঝাড়খণ্ডে চার, মধ্যপ্রদেশে আট, দিল্লিতে সাত, উত্তরপ্রদেশে ১৪ ও পশ্চিমবঙ্গে আটটি আসন রয়েছে। আগামী ১৯ মে সপ্তম দফার ভোটগ্রহণের মাধ্যমে শেষ হবে এবারের লোকসভা নির্বাচন।

বিষ্ণুপুরের ওই কেন্দ্রে ভোট শুরুর আগে মক পোলের(পরীক্ষামূলক ভোট) সময় সবকিছু ঠিকঠাকই ছিল; কিন্তু ভোট শুরু হতেই দেখা গেল বিপত্তি। ভোটাররা ভিভিপ্যাট মিলিয়ে দেখার সময় দেখতে পান, যে বাটনেই চাপ দিচ্ছেন সব ভোটই পড়ে যাচ্ছে বিজেপিতে। এরপরই বুথে তুমুল বিক্ষোভ শুরু করেন ভোটাররা। ভোটের লাইন ভেঙে তারা প্রিসাইডিং অফিসারকে নতুন করে ভোট নেয়ার দাবি জানাতে থাকেন। তারা বলেন, নতুন ইভিএম দিতে হবে এবং ওই বুথের পুনরায় ভোটগ্রহণ করতে হবে। এই সমস্যা যখন ধরা পড়ে, ততক্ষণে প্রায় ৪৫ মিনিট ভোটগ্রহণ হয়ে গিয়েছে।

এরপর ভোটগ্রহণ বন্ধ রেখে সেক্টর অফিসারকে খবর দেন প্রিসাইডিং অফিসার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা দ্রুত ইভিএম পরীক্ষা-নীরিক্ষা করে দেখছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতারা ইভিএম-এ কারচুপি নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন। এ বার ইভিএমে গলদের এমন ঘটনায় বিরোধীদের দাবি জোরদার হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: এই সময়


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর ঘটনায় ৩ মামলা তৃণমূল সংগঠনের মজবুতির জন্য কাজ করতে হবে : মাওলানা আব্দুল হালিম ‘দেশ ও জাতি দুঃসময় পার করছে’ ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ সহ-অধিনায়ক হতে পারেন রিজওয়ান মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের

সকল