দিল্লিতে দূষণের সাথে শীতের কামড়, তাপমাত্রা ১০ ডিগ্রি!
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৭
দূষণের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিতে কামড় বসাতে শুরু করেছে শীত। বৃহস্পতিবারই এক ধাক্কায় রাজধানীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। তবে শুক্রবার তাপমাত্রা আরো নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে 'মৌসম ভবন'। তার পর আবার ১-২ ডিগ্রি বাড়তে পারে। দূষণের পরিস্থিতির মতোই তাপমাত্রারও উত্থান-পতন পর্ব চলছে গত কয়েক দিন ধরেই। মৌসম ভবন জানাচ্ছে, বৃহস্পতিবার রাজধানীতে এই মরসুমের শীতলতম রাত ছিল।
তবে দূষণের ছবিটা খুব একটা বদলায়নি ভারতের রাজধানীতে। টানা পাঁচ দিন ধরে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়েছে দূষণ পরিস্থিতি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর তথ্য বলছে, শুক্রবার সকালে রাজধানীর বাতাসের গুণগত মানের সূচক ছিল (একিউআই) ৩৩২। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দূষণ পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি গত কয়েক দিনে। বিশেষ করে আনন্দ বিহার, অশোক বিহার, বিমানবন্দর এলাকা, জাহাঙ্গিরপুরীতে দূষণের মাত্রা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়েছে।
পরিবেশবিদেরা জানাচ্ছেন, সকালের দিকে বাতাসের গুণগত মানের সূচক ‘খারাপ’ এবং ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের মধ্যে ঘোরাঘুরি করলেও সন্ধ্যা নামতেই সেই সূচক কখনো কখনো কোনো কোনো এলাকায় ‘ভয়ানক’ থেকে ‘অতি ভয়ানক’ পর্যায়ে পৌঁছচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে নামছে দৃশ্যমানতাও। কোথাও কোথাও ৫০০ মিটারের নিচে নেমে যাচ্ছে দৃশ্যমানতাও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা