২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এশিয়ায় বৈশ্বিক দ্বন্দ্ব : কোন পথে যাবে ঢাকা?

-

স্নায়ুযুদ্ধকালে বৈশ্বিক পর্যায়ে বলয় বিভাজন এমন ছিল যে, ছোট-বড় দেশগুলোকে পররাষ্ট্র ও সামরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো-না-কোনো বলয়ে ব্র্যাকেটবন্দী হতে দেখা যেত। এই বলয় বিভাজন থেকে মুক্ত হতে জোট নিরপেক্ষ আন্দোলন নামে একটি প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে নেয়া হয়েছিল। এর মর্মার্থ ছিল এই আন্দোলনের সদস্যরা তদানীন্তন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে দু’টি বিশেষ বলয় ছিল এর কোনোটার সদস্য না হয়ে সমদূরত্ব বা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

ষাটের দশকের শেষ দিকে এই আন্দোলন বেশ জোরদার হলেও বাস্তবে জোট নিরপেক্ষ হতে পারেনি আন্দোলনের নেতৃস্থানীয় কোনো দেশই। ভারত, যুগোস্লাভিয়া, মিসর বা আলজেরিয়া কোনো দেশই প্রকৃতপক্ষে আমেরিকা বা সোভিয়েতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমদূরত্ব বজায় রাখেনি। এর সদস্য কোনো দেশ সোভিয়েত আবার কোনো দেশ মার্কিন বলয়ে ঝুঁকে পড়েছিল।

আশির দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। বিশ্বে এককভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অনেক দেশই আগের প্রভাব বলয় থেকে আমেরিকামুখী হয়। এর দুই দশক পর এখন নতুন করে স্নায়ুযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে শুরু করেছে।

নতুন পরিস্থিতিতে রাশিয়া এককভাবে সোভিয়েতের স্থলাভিষিক্ত হতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে চীন। আর আমেরিকান একাধিপত্য মোকাবেলা করতে চীন ও রাশিয়া একটি অভিন্ন বলয় তৈরি করেছে। পূর্ণাঙ্গ স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র রাশিয়াকে প্রতিহত করতে সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রজাতন্ত্র এবং পূর্ব ইউরোপের সোভিয়েত প্রভাবিত দেশগুলোতে প্রভাব বিস্তারের প্রচেষ্টা নেয়। যুক্তরাষ্ট্র এখানকার কোনো কোনো দেশকে ন্যাটোর সদস্য করে নিয়েছে। কোনো কোনো দেশে সামরিক উপস্থিতি জোরদার করেছে। পুতিন রাশিয়ার ক্ষমতায় আসার পর থেকে মস্কো সোভিয়েতভুক্ত সাবেক প্রজাতন্ত্র ও প্রভাব বলয়ের দেশগুলোতে আবার আধিপত্য প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছে। যার অংশ হিসেবে ক্রিমিয়া দখল করে রাশিয়া ইউক্রেনের এই অংশকে তার মানচিত্রভুক্ত করে নিয়েছে। এর বাইরেও ইউক্রেনের অংশ বিশেষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ক্রেমলিন ছায়া বাহিনী পাঠানোর মাধ্যমে। জর্জিয়াকে নিয়ন্ত্রণ করার জন্যও রাশিয়া নানা উদ্যোগ নিয়েছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে রাশিয়া একটি সহযোগিতা বলয় তৈরি করেছে। এভাবে রাশিয়াকে নিজস্ব আধিপত্য বিস্তারের ব্যাপারে একটি অবস্থানে নিয়ে এসেছেন ভ্লাদিমির পুতিন। সিরিয়া লিবিয়ায় বিশেষ ভূমিকা নিয়ে নিজস্ব আঙিনার বাইরে রুশ প্রভাব বিস্তারের প্রচেষ্টাও নিয়েছেন পুতিন।

এ দিকে অর্থনৈতিক ও বিকাশমান প্রযুক্তির দেশ হিসেবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে। ২০১৪ সালের পর থেকে চীন নিজ আঙিনার বাইরে প্রভাব বিস্তার করতে শুরু করে। এই প্রভাব বলয় বিস্তারে প্রধানতভাবে বেছে নিতে শুরু করেছে এশিয়ার প্রতিবেশী অঞ্চলকে। যার মধ্যে দক্ষিণ এশিয়া রয়েছে বিশেষভাবে। এর বাইরে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবিয়ান অঞ্চলেও চীন তার অর্থনৈতিক ও সামরিক বাজার বিস্তারের প্রয়াস চালাচ্ছে। চীনের এই ক্রম উত্থান ঠেকানোর ব্যাপারে আগে থেকেই সচেষ্ট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন আমেরিকান প্রভাব এ ব্যাপারে দৃশ্যমান হতে শুরু করেছে। এটি বিশেষভাবে দৃষ্টিগোচর হয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর। ট্রাম্প প্রশাসন শুরু থেকে চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করে। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটার পর মার্কিন প্রশাসন বাণিজ্যযুদ্ধ আরো বিস্তৃত করে বিনিয়োগ যুদ্ধ এবং সামরিক সঙ্ঘাতের প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছে।

সর্বশেষ পরিস্থিতিতে করোনা মোকাবেলায় বিপর্যয়কর অবস্থা দেখা দেয়ার পর ট্রাম্প প্রশাসন এর জন্য চীনকে দায়ী করতে শুরু করেছে। এর মাধ্যমে মার্কিন প্রশাসন চীন বিরোধী সংঘাতের সর্বাত্মক রূপ দেয়ার সক্রিয় উদ্যোগ নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে চীনবিরোধী এই যুদ্ধ প্রস্তুতির একটি মৌলিক দিক হলো চীনকে তার নিজস্ব আঙিনায় সীমিত ও ব্যস্ত করে রাখা।

এ জন্য চীনের সাথে যেসব নিকটবর্তী দেশের সীমান্ত ও অন্যান্য বিরোধ ছিল সেসব দেশকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও আশপাশের দেশগুলোকে একটি চীনবিরোধী জোটে সমন্বয় ঘটানোর জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। ভারত জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় জোট ‘কোয়াড’ গঠন এই প্রচেষ্টার অংশ।

যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা থাকবে এই কোয়াড জোটকে আরো সম্প্রসারণের। চীনের সাথে বিরোধপূর্ণ দেশগুলোকে কোয়াডে সম্পৃক্ত করা এবং চীন ঘনিষ্ঠ দেশগুলোকে যথাসম্ভব নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় রয়েছে পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। মালদ্বীপকেও একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি ভারত কোয়াড সদস্য হিসেবে চীনের সঙ্ঘাতে প্রধান প্রতিপক্ষ হিসেবে এর মধ্যে আবির্ভূত হয়েছে। আর দক্ষিণ এশিয়াকেও ভারত নিজের আঙিনা হিসেবে বিবেচনা করে। ফলে প্রভাব বিস্তার নিয়ে এ অঞ্চলের প্রতিটি দেশেই ভারত ও চীনের প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতা পাঁচ বছর ধরে একধরনের দ্বন্দ্বে পরিণত হয়েছে। দোকলাম সঙ্কটে এটি বেশ চাঙ্গা হয়। আর লাদাখে সাম্প্রতিক দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর এ দ্বন্দ্ব চরম অবস্থার দিকে গতি নিতে শুরু করেছে।

চীন-ভারত দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেরই দ্বিপক্ষীয় সম্পর্কের ডিনামিক্স বা গতিময়তায় পরিবর্তন এনেছে। এ ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়েছে বাংলাদেশের পররাষ্ট্র কৌশলে। ২০০৭ সালের বিশেষ তত্ত্বাবধায়ক সরকার গঠন, ২০০৮ সালের নির্বাচন ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠন- এসবে প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এরপর ২০১৪ সালের একতরফা নির্বাচনে আবার ক্ষমতায় আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা প্রতিবেশী ভারত পালন করেছে বলে ধারণা করা হয়। এই নির্বাচনের পর সরকারের সাথে চীনের বিশেষ সম্পৃক্ততা লক্ষ করা যায়। আর ২০১৮ সালের অদ্ভুত ধরনের নির্বাচনের প্রধান পৃষ্ঠপোষক মনে করা হয় চীনকে।

এর মধ্যে বাংলাদেশে চীন ব্যাপক বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক তৈরি করে। শি জিনপিং বাংলাদেশ সফরকালে এ দেশে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব করেন। পরবর্তীকালে আরো বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের ঘোষণা দেয়া হয়, যার মধ্যে তিস্তার পানি রিজার্ভার প্রকল্পও রয়েছে।

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশে উন্নয়ন ও বাণিজ্যিক কর্মকাণ্ডে চীনের সর্বাত্মক সহযোগিতা এবং একই সাথে সরকারের রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার ক্ষেত্রে ভূমিকা পালনে ঢাকা ক্রমেই বেইজিংয়ের ওপর নির্ভরতা বাড়িয়ে তোলে। প্রাথমিকভাবে বলা হচ্ছিল, বাংলাদেশের কৌশলগত সম্পর্ক থাকবে ভারতের সাথে আর অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক তৈরি হবে চীনের সাথে। কিন্তু সাবমেরিন কেনা ও অন্যান্য প্রতিরক্ষা খাতে চীন নির্ভরতা বজায় রাখার ফলে এ ব্যাপারে সন্দেহ হয় দিল্লির। আর এশিয়ায় ভারতের প্রধান মিত্র হিসেবে এই সমীকরণে যুক্ত হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রও।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র কৌশল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে মনে হবে, ঢাকা বৈশ্বিক শক্তিগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি ও বজায় রাখতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঢাকা আগাগোড়াই সহযোগিতা দিয়ে এসেছে। ভারতের নিরাপত্তা উদ্বেগ ও অংশীদারিত্ব সৃষ্টি এবং ট্রানজিট করিডোর বন্দর ব্যবহারের অনুমতি দেয়ার মধ্য দিয়ে কৌশলগত দিকে অবিরামভাবে দিল্লিকে উদার সহযোগিতা দিয়ে এসেছে ঢাকা। আর পদ্মা সেতু কর্ণফুলী টানেল থেকে শুরু করে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোতে চীনকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি রাশিয়াকে জ্বালানি খাতের বড় বড় কাজ প্রদান বিশেষত রূপপুর পারমাণবিক প্রকল্প দিয়ে বিশেষ এক ধরনের সম্পর্ক তৈরি করে রাখা হয়েছে। একই সাথে জাপানের সাথেও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছে ঢাকা। মধ্যপ্রাচ্যে সৌদি-আমিরাত বলয় ও তুরস্ক-কাতারের সাথে সমান্তরাল সম্পর্ক বজায় রেখেছে ঢাকা। আমিরাতের মাধ্যমে ইসরাইলের সাথেও একধরনের সম্পর্ক বজায় রাখা হয়েছে বলে ধারণা করা হয়।

চীনবিরোধী ইন্দো-আমেরিকান সঙ্ঘাত যতই তীব্র হয়ে উঠছে ততই বাংলাদেশ পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এই ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বজায় রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কৌশলগত স্বায়ত্তশাসন হলো কোনো বিশেষ বলয়ে থেকে নিজস্ব অর্থনৈতিক ও অন্য কোনো স্বার্থের কারণে অন্য দেশের সাথে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার সুযোগ। এ কৌশলগত স্বায়ত্তশাসনের সুবাদে ভারত আমেরিকান বলয়ে প্রবেশ করার পরও রাশিয়া থেকে বিভিন্ন সমরাস্ত্র সংগ্রহ করে চলেছে। ভারতের সাথে কৌশলগত মৈত্রী বজায় রেখেই চীনের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রাখতে পারবে বলে ধারণা করেছিল বাংলাদেশ । এখন মনে হচ্ছে এ ব্যাপারে ইন্দো-মার্কিন বলয়ের তীব্র চাপের মধ্যে রয়েছে ঢাকা। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের অতি সাম্প্রতিক ঢাকা সফরে এ বিষয়টি প্রবলভাবে সামনে চলে এসেছে। এ সময় কয়েকটি ইস্যু সামনে চলে আসে।

প্রথমত, করোনা উত্তর অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা ও বৃহৎ প্রকল্প অর্থায়নে চীনের সম্পৃক্ততা কমিয়ে আনা। আর এ ক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপ, জাপান, আমিরাত-সৌদি বলয় ও অন্যান্য সূত্র থেকে অর্থের সংস্থান করা।

দ্বিতীয়ত, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় জোট কোয়াডে যোগ দিয়ে এশিয়ায় মার্কিন-ভারতের নেতৃত্বাধীন উদ্যোগে কৌশলগত অংশীদার হওয়া।

তৃতীয়ত, আমিরাত বাহরাইনের মতো সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে বাংলাদেশেরও বিষয়টিকে বিবেচনার মধ্যে রাখা।

চতুর্থত, রোহিঙ্গা ইস্যুতে কৌশল নির্ধারণে ইন্দো-আমেরিকা বলয়ের সাথে সমন্বয় বজায় রাখা।

বাংলাদেশ শেষ পর্যন্ত কৌশলগতভাবে কি সিদ্ধান্ত গ্রহণ করবে তা বলা কঠিন। তবে পণ্য রফতানি বাজার, রেমিট্যান্সের উৎসগুলো এবং বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার ওপর আমেরিকান বলয়ের নিয়ন্ত্রণ থাকায় এ বিষয়টি বাংলাদেশকে বিবেচনায় রাখতে হবে। কৌশলগত স্বায়ত্তশাসনের কোনো কিছু ইন্দো-আমেরিকা বলয়ের অনুমোদনের বাইরে বাংলাদেশ করতে চাইলে স্বার্থ সঙ্ঘাত অনিবার্য হয়ে উঠতে পারে।

একসময় বাংলাদেশ নিজেই এপাচি হেলিকপ্টারসহ কিছু উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করতে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। কিন্তু সেটি কার্যকর করার জন্য দু’টি প্রতিরক্ষা ক্রয় চুক্তি সম্পাদন করার বিষয় সামনে এলে সেটি বাংলাদেশের পক্ষ থেকে না করে দেয়া হয়। ফলে এর আওতায় ৩০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষাসামগ্রী অনুদান হিসেবে দেয়া যেটি পরে ১ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছার সম্ভাবনা ছিল সেটি বাতিল হয়ে যায়। এবারের মার্কিন পররাষ্ট্র উপমন্ত্রীর সফরকালে ঠাণ্ডা বরফ গলেছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। এ সময় ঢাকাকে বলা হয়েছিল চার দশকের বেশি সময় ধরে যে দেশটি সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে ছিল সেই দেশটিকে বেছে নিবে নাকি এক ধনী ব্যাংকারকে পছন্দ করবে বাংলাদেশ? ওয়াশিংটন সন্তোষজনক কোন সাড়া পেয়েছে বলে মনে হচ্ছে না।

আর সেটি হলে ঢাকার ওপর চাপ তৈরি করতে মার্কিন বলয়ের হাতে যেসব টুলস রয়েছে তা ব্যবহার হতে পারে। এর প্রভাব ইউরোপ আমেরিকার বাজারসুবিধা, রোহিঙ্গা সমস্যায় সমর্থন প্রদান, বহুপাক্ষিক সংস্থাগুলো আর্থিক সহায়তা লাভ পর্যন্ত পৌঁছতে পারে। ওয়াশিংটনের সম্পৃক্ত হওয়ার বিষয়টি সরকার থেকে অন্যান্য ক্ষেত্রগুলোতেও বিস্তৃত হতে পারে। যার মধ্যে শাসন পরিবর্তনের বিষয় থাকাটাও অসম্ভব নয়।

অন্য দিকে চীনও দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে নানা প্রভাবক টুলসের অধিকারী। বৈশ্বিকভাবে সবচেয়ে অধিক অঙ্কের বিনিয়োগ সক্ষমতা রয়েছে এককভাবে চীনের। দেশটি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও। সেই সাথে রোহিঙ্গা সঙ্কট যে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে যুক্ত সে দেশের ওপর এখনো চীনা প্রভাব এককভাবে সক্রিয়। বাংলাদেশের ১৯৭৫ উত্তর নিরাপত্তা ডকট্রিন আবর্তিত হয়েছে প্রধানত চীনা সমরাস্ত্র ঘিরে। এ সরকার সেখান থেকে সরে এসেছে এমনটি এখনো মনে হচ্ছে না। এ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় যাওয়া বা থাকার যেসব ভরকেন্দ্র রয়েছে তার ওপরও চীনা প্রভাব কম নয়।

সব কিছু মিলিয়ে চীন-আমেরিকা বৈশ্বিক সঙ্ঘাত এবং ভারত-চীন দক্ষিণ এশীয় সঙ্ঘাত বাংলাদেশকে একধরনের কৌশলগত ডিলেমার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে কোনো একক গন্তব্যে যুক্ত হওয়া যেমন ঝুঁকিপূর্ণ তেমনিভাবে না হওয়াও সরকার বা রাষ্ট্রের জন্য বিপর্যয়কর হতে পারে। কোন দিকে যাবে বাংলাদেশ?

mrkmmb@gmail.com


আরো সংবাদ



premium cement
ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের

সকল