২০১৮ ফিরিয়ে আনতে চান জাহানারা
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরে আবাহনীর হয়ে খেলেছেন জাহানারা। তাদের হয়ে ৯ ম্যাচে ৩.১২ ইকোনমি রেট এবং ৮.৮৮ গড়ে ২৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো বোলার। এমন পারফরম্যান্সের পরই মূলত জাহানারাকে দলে ফেরাতে বাধ্য হন নির্বাচকরা। আসন্ন এশিয়া কাপে জাতীয় দলকে অন্তত সেমিফাইনালে নিয়ে যাওয়ার লক্ষ্য এই পেসারের।
জাহানারা বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা। এখানে একটা সমীকরণ আছে আমি মনে করি। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাই, তাহলে পাকিস্তানকে আমরা মোকাবেলা করতে পারি। এ দিক থেকে আমাদের জন্য সহজ হতে পারে। আমরা অবশ্যই সেটাই চেষ্টা করব। চেষ্টা করব আমাদের সুখস্মৃতিতে ফেরার জন্য, যেমনটা আমরা ২০১৮ সালে করেছিলাম। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে দলের জয়ে আমি যেন অবদান রাখতে পারি।’
দলে ফেরা নিয়ে বিসিবি প্রকাশিত ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে আবার ফিরেছি। আল্লাহর অশেষ রহমত। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। দীর্ঘ এক বছরের মধ্যে নয় মাস আমি মাস্কোতে অনুশীলন করেছি। শেখ সালাহউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে। চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরম্যান্স করতে পারি।’
তিনি যোগ করেন, ‘সবসময় আমি চেষ্টা করেছি নিজেকে প্রস্তুত রাখার জন্যে যেন নারী দলের যখনই প্রয়োজন হবে আমি যেন তৈরি থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগে একটি দারুণ পারফরম্যান্সও হয়েছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ ৯ মাসের পরিশ্রম বলতে পারেন। এটা ভালো অনুভূতি যে আমি বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।’
এদিকে এশিয়া কাপ জিতে বিশ্বকাপে যেতে চান নাহিদা আক্তার। আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে টি-২০ সংস্করণের নারী এশিয়া কাপ। তার পর অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপ। এশিয়া কাপ জিতে নারী টি-২০ বিশ্বকাপে আত্মবিশ্বাস নিতে চান নাহিদা।
বাংলাদেশ নারী দল সাম্প্রতিক সময়ে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলে গত মে মাসে। সিলেটে ভারত নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি হারে নিগার সুলতানার দল। আন্তর্জাতিক অঙ্গনে এ কারণেই আত্মবিশ্বাস চান নারী দলের ক্রিকেটাররা।
বিসিবির এক ভিডিওবার্তায় নাহিদা বলেন, ‘এখানে যদি আমরা ভালো করি, সেটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি, তখন তো ফাইনালও খেলার সুযোগ থাকবে। ওখান থেকে যে আত্মবিশ্বাস পাব, সেটা আমাদের বিশ্বকাপে কাজে লাগবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা