১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ সিরিজে নেই আফ্রিদি!

-

টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর চলছে তুলকালাম চলছে পাকিস্তানে। ইতোমধ্যে বিশ্বকাপ ব্যর্থতার কারণে বরখাস্ত করা হয়েছেন নির্বাচক কমিটির প্রধান ওয়াহাব রিয়াজ। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে শাহিন শাহ আফ্রিদির একটি ঘটনা। বিশ্বকাপ চলাকালীন কোচদের সাথে দুর্ব্যবহার করেছিলেন পাকিস্তানের এই পেসার। দলে শৃঙ্খলা নিশ্চিতের দায়িত্বে থাকলেও এই পেসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি ওয়াহাব। পাকিস্তান দলের কোচিং প্যানেলের পক্ষ থেকে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জমা দেয়া হয়েছে। সেখানেও উঠে এসেছে ক্রিকেটারদের বিভিন্ন বিষয়। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, কোচদের সাথে দুর্ব্যবহার করায় কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শাহিন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও তাকে বাদ দেয়া হতে পারে।


আরো সংবাদ



premium cement