১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেসির রেকর্ড ভাঙলেন রদ্রিগেজ

নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাসিস্ট করে মেসির রেকর্ড ভাঙা রদ্রিগেজকে রেফারির সাথে তর্ক করায় হলুদ কার্ড দেখাচ্ছেন : ইন্টারনেট -

লিওনেল মেসির নাম সামনে এলেই মনে হয় কোনো অজেয় রেকর্ডের মালিকের নাম। কিন্তু মেসির রেকর্ডও যে ভাঙা যায়, তা করে দেখালেন জেমস রদ্রিগেজ। এক কোপা আমেরিকায় সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন তিনি। ২০১৫, ২০১৬, ২০১৯ ও ২০২৪ সালের কোপাতে অংশ নিয়ে এই প্রথমবার ফাইনালে খেলার সুযোগ পাচ্ছেন রদ্রিগেজ। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২১ সালে ৫টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন মেসি। তিন বছর পর সেটিকে নিজের করে নিলেন সাবেক এই বায়ার্ন ও এভারটনে খেলা তারকা।
কোপা আমেরিকার শুরু থেকেই বেশ আলোচনায় ছিল কলম্বিয়া। দলটি টানা অপরাজিত থেকে টুর্নামেন্ট খেলতে আসে। ব্রাজিলের গ্রুপে পড়েও তাদেরকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। সেমিতেও তারা প্রমাণ করল কেন তারা এবারের শিরোপা জয়ের অন্যতম দাবিদার। আর সে লক্ষ্যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির অধিনায়ক জেমস রদ্রিগেজ।
নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট ছিল রদ্রিগেজের। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিনে করেছেন ১ অ্যাসিস্ট। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন। পানামার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে এক গোল করার পাশাপাশি করেছেন দুই অ্যাসিস্ট। এরপর সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ার একমাত্র গোলেও ছিলেন তিনিই। কর্ণার থেকে বল ফেলেছিলেন দূরের পোস্টে। জেফারসন লারমা মাথা ছুঁইয়ে এনে দেন গোল।
তাতেই মেসির ৫ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এক কোপা আসরে ৬ অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান ফুটবলের বড় এই তারকা। এখন পর্যন্ত কোপা আমেরিকায় সরাসরি অবদান রেখেছেন ৭ গোলে। তর্কাতীতভাবেই এবারের কোপায় সেরা পারফরমারও ৩২ বছরের এই তারকা।


আরো সংবাদ



premium cement