১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রেবল জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে

-

ফুটবলের ১২০ গজ হাজারও রেকর্ডের জন্ম দিয়েছে। তবে এমন কিছু রেকর্ডও আছে, যেখানে জায়গা হয়নি কোনো কিংবদন্তির নাম। ফুটবল ইতিহাসে বিশ্বসেরা দলগুলো যে রেকর্ড গড়তে ব্যর্থ, এবার সেই মাইলফলকের সামনেই দাঁড়িয়ে স্কালোনির তারুণ্যনির্ভর আর্জেন্টিনা। চলমান কোপা আমেরিকার ফাইনালে ওঠা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। আগামী ১৫ জুলাই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলেই অনন্য এক রেকর্ড গড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দু’বার মহাদেশীয় শিরোপা ও এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী কোনো দল। এমনকি ইউরোপের সর্বকালের সেরা দলগুলোও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি।
এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুড়েছে লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবলের চক্র পূরণ করতে আর্জেন্টিনার দরকার আর এক জয়। ১৫ জুলাইয়ের ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।


আরো সংবাদ



premium cement