ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু টাইগারদের
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ জুলাই ২০২৪, ০০:২৪
আট বছর পর ২০২৫ সালে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এর আগে একটি খসড়া গ্রুপিং প্রকাশ করেছিল পিসিবি। সেখানে জানা গিয়েছিল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। এবার জানা গেল টুর্নামেন্টের খসড়া সূচি। সূচি অনুসারে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি।
প্রস্তাবিত সূচি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ অনুসারে, উদ্বোধনী দিনে করাচিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর পরের দিন লাহোরে টাইগারদের ম্যাচ ভারতের বিপক্ষে। এরপর তিনদিনের বিরতি দিয়ে পাকিস্তান বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। দুই দিন বিরতি দিয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লাহোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। ভারতের কাছে হেরে বিদায়। তবে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে স্মরণীয় জয় পেয়েছিল টাইগাররা। খসড়া সূচি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ১০ মার্চ থাকছে ফাইনালের রিজার্ভ ডে। ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনালসহ সাতটি ম্যাচ আয়োজন করবে লাহোর। উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনালসহ করাচিতে থাকছে তিনটি ম্যাচ। আরেক সেমিফাইনালসহ পাঁচ ম্যাচ আয়োজিত হবে রাওয়ালপিন্ডিতে। ভারত-পাকিস্তান ম্যাচ ১ মার্চ লাহোরে। ভারতের সবগুলো ম্যাচই রাখা হয়েছে লাহোরে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সরকারের সঙ্কেতের অপেক্ষায় আছে ভারত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা