বাফুফের নির্বাচনী সভা ১৩ জুলাই
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ জুলাই ২০২৪, ০০:২৪
বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এবার নির্বাচন নিয়ে নির্বাহী সভার আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্বাচনের দিনক্ষণ ও ভেনু নির্ধারণের জন্য নির্বাহী সভার আয়োজন করছে আগামী ১৩ জুলাই শনিবার। সভায় চারটি আলোচ্যসূচি থাকলেও প্রধান আলোচনা নির্বাচনের দিন ও ভেনু নির্ধারণ।
৩ অক্টোবর পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ থাকলে বাফুফের কয়েকজনের ইচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ করার। আবার ক’জন ৩ অক্টোবর মেয়াদ শেষের আগে নির্বাচন দিতে আগ্রহী নন। জেলা, ক্লাব, সংস্থা থেকে কাউন্সিলর নাম চেয়ে চিঠি দেয়া এবং সেই নামগুলো এলে নির্বাহী সভায় অনুমোদন করতে হবে। তাতে বাফুফের কয়েক সপ্তাহ সময় লাগবে।
বাফুফের কার্যনির্বাহী কমিটির মেয়াদ চার বছরের। বাফুফের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, চার সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য। এই ২১ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে চার বছরের জন্য নির্বাচিত হন। গত বছর মার্চে সাবেক জাতীয় অধিনায়ক আরিফ হোসেন মুন নির্বাহী সদস্য থেকে পদত্যাগ করেন। আগের মেয়াদে আরেক সাবেক অধিনায়ক শেখ আসলামও পদত্যাগ করেছিলেন। অবশ্য তা নির্বাহী সভায় গৃহীত হয়নি। এবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মুনের পদত্যাগ নির্বাহী সভায় না তুলে গৃহীত করে নেন। ১৩ জুলাই বেলা ৩টার সভায় নির্বাচন ছাড়াও গতানুগতিক দুই এজেন্ডা থাকবে- বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও বিবিধ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা