১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্যাটিংয়ে সফল হলেও বোলিংয়ে ব্যর্থ সাকিব

-

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টি-২০তে নিজের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে সফল হলেও, বোলিংয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৬ বলে ৩৫ রান এবং বোলিংয়ে দুই ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। সাকিবের সফল-ব্যর্থতায় মেশানো পারফরম্যান্সের ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন্সের কাছে ছয় উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছিল সাকিবের লস অ্যাঞ্জেলেস। চার নম্বরে নামা সাকিবকে নিয়ে ২৯ রানের জুটি গড়ে ফিরেন ১৮ বলে চারটি চারে ২৬ রান করা ওপেনার ইংল্যান্ডের জেসন রয়। এরপর দলের রানের চাকা ঘুরিয়েছেন সাকিব। ছয়টি চারে ২৬ বলে উইকেটে সেট হয়ে ৩৫ রানে আউট হন সাকিব। জবাবে দুই ওভারে ২৭ রান দিয়েও উইকেট নিতে পারেননি সাকিব। নিজের প্রথম ম্যাচে ১৮ রান এবং ৩২ রানে এক উইকেট নিয়েছিলেন সাকিব।

 

 


আরো সংবাদ



premium cement