উইম্বলডনের চতুর্থ রাউন্ডে জোকোভিচ
- ক্রীড়া ডেস্ক
- ০৮ জুলাই ২০২৪, ০০:২২
উইম্বলডনে পুরুষ এককের তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ। এ দিন প্রথম সেটে ৬-৪ গেমে হেরে যান সার্বিয়ান এই টেনিস তারকা। কিন্তু পরের তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় ও তৃতীয় সেট জেতেন ৬-৩ ও ৬-৪ গেমে। আর চতুর্থ সেটে ৭-৬ (৭/৩) গেমে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন জোকোভিচের। চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন আলেজান্ডার জাভরেভ। এদিন মহিলা সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডের খেলায় বড় অঘটন ছিল ইগা সুয়েটেকের বিদায়। পোলিশ তারকাকে ৩-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভা। চতুর্থ রাউন্ডে উঠেছেন তিউনিশ তারকা ওন্স জাবেউরকে হারিয়ে এলেনা সভেতলিনা। যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স, এলেনা রেইবাকিনা ও জেলেনা ওস্তাপেঙ্কো চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা