বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল জিম্বাবুয়ে
- ক্রীড়া ডেস্ক
- ০৭ জুলাই ২০২৪, ০২:১৩
১১৫ রানের পুঁজি নিয়ে আট বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারিতে ঠাসা জিম্বাবুয়ের সমর্থক। নেচে-গেয়ে, হই-হুল্লোড়ে তারা মাতিয়ে রাখলেন চার দিক। তাদের আনন্দ আরো বাড়িয়ে দিলেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিরা। অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিং করলেন জিম্বাবুয়ের বোলাররা। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ১৩ রানে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল তারা।
হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। অল্প রানকে তাড়া করতে নেমে ১০২ রানে গুটিয়ে যায় ভারত। টি-২০-এর সদ্য বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ খেলতে নেমেই হারের তেতো স্বাদ পেল। যদিও এই সফরে গেছে দ্বিতীয় সারির দল। বিশ্বকাপের মূল দল থেকে এই সিরিজে আছেন সাঞ্জু স্যামসন, শিবম দুবে ও জশস্বী জয়সওয়াল। তবে প্রথম দুই ম্যাচে তারা খেলছেন না। এই সংস্করণে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়। ব্যাট হাতে ১৯ বলে ১৭ ও বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা