১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত পাকিস্তানের

-

পাকিস্তান সফরে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ। টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সাথে ২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে নিজেদের আন্তর্জাতিক সিরিজের সূচিও ঘোষণা করেছে পিসিবি। বাংলাদেশ ছাড়াও চলতি মৌসুমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ আগস্ট করাচিতে। সিরিজের সূচি ঘোষণা করায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এই সিরিজে আমাদের পরীক্ষা হবে। এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’

২০২০ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। ওই বছর করোনাভাইরাস মহামারীর কারণে মাত্র একটি টেস্ট খেলেছিল দুই দল। সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তান সফর করেছে টাইগাররা। লাহোরে এশিয়া কাপের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে ১২টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচ ড্র হয়। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ড্র বাংলাদেশের। এ ছাড়া পাকিস্তানের মাটিতে ৫টি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে টাইগাররা।
বাংলাদেশের সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। মুলতানে ৭ অক্টোবর থেকে ইংলিশদের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে স্বাগতিকরা। করাচিতে ১৫ অক্টোবর ও ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে হবে তৃতীয় টেস্ট। আগামী বছরের ১৬ জানুয়ারি করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। মুলতানে ২৪ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।
বাংলাদেশ-ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান। মূলত ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ
২১-২৫ আগস্ট ২০২৪ : প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর ২০২৪ : দ্বিতীয় টেস্ট, করাচি


আরো সংবাদ



premium cement