প্রথম দিনেই ব্যর্থ হৃদয়-মোস্তাফিজ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ জুলাই ২০২৪, ০১:২৬
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচেই গত পরশু ব্যাট-বল হাতে ব্যর্থ বাংলাদেশের দুই ক্রিকেটার ব্যাটার তৌহিদ হৃদয় ও পেসার মোস্তাফিজুর রহমান। ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে খেলতে নেমে ডাম্বুলা সিক্সার্সের হয়ে হৃদয় ১ রান করেন এবং মোস্তাফিজ ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন। দুই বাংলাদেশীর ব্যর্থতার ম্যাচে ক্যান্ডির কাছে ৬ উইকেটে হারে তাদের দল ডাম্বুলা। ৪ উইকেটে ১৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় ডাম্বুলা সিক্সার্স। ১৮০ রানের টার্গেট ১৬ বল বাকি রেখেই স্পর্শ করে ফেলে ক্যান্ডি। ক্যান্ডি ইনিংসে চতুর্থ ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে প্রথম ডেলিভারিতেই পাকিস্তানের মোহাম্মদ হারিসকে শিকার করেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৫ রানে ১ উইকেট নিলেও, দ্বিতীয় ওভারে ১৬ রান, তৃতীয় ওভারে ২৩ রান দেন তিনি। ফলে ৩ ওভারে ৪৪ রানে সংগ্রহ ১ উইকেট। ৩ ওভারে ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন। এদিকে গতকাল কলম্বো টাইগার্সের একাদশে ছিলেন না তাসকিন আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা