২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে যারা
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জুলাই ২০২৪, ০০:৫৮
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে এ বছর সুপার এইটে খেলা আট দল। আগামী বিশ্বকাপে ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হবে ৯টি। এ ছাড়া সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা তিন দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। র্যাংকিংয়ের অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলে সরাসরি খেলার সুযোগ পাওয়া দেশ হলো ১২টি। বাকি ৮ দল আসবে বাছাইপর্বের বৈতরণী পার করে।
বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে দু’টি করে মোট ছয়টি দল। অন্য দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরো ৮টি দল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা