১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডেনমার্ককে বিদায় করে শেষ আটে জার্মানি

-

ইউরো চ্যাম্পিয়নশিপে গত পরশু বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচ ছিল বন্ধ। ম্যাচের ৩৬ মিনিটে খেলা বন্ধ করে দেন রেফারি। ২০ মিনিট অপেক্ষার পর আবার শুরু। ডর্টমুন্ডে গত পরশু শেষ ষোলোর ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে জার্মানি। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা।
ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। ৫৫ শতাংশের বেশি সময় বল পজিশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে জার্মানি। ডেনিশদের ১১ শটের দুইটি ছিল লক্ষ্যে। শুরুর ১৫ মিনিটে জার্মানদের একচেটিয়া আধিপত্যের পর একটু একটু করে পাল্টা আক্রমণ শুরু করে ডেনমার্ক। পরিষ্কার কোনো সুযোগ যদিও তারা তৈরি করতে পারছিল না; কিন্তু লড়াই জমে ওঠার আভাস মেলে। তারপরও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
বিরতি থেকে ফিরে শুরুর উদ্যম ফিরে পায় জার্মানি। মাঠে নেমেই পরপর দু’টি সুবর্ণ সুযোগ তৈরি করে তারা। তবে এ যাত্রায়ও হতাশা কাটেনি। ৫৩ মিনিটে বক্সে ডিফেন্ডার আন্দেরসনের হাতে বল লাগলে পেনাল্টি পায় জার্মানি। দারুণ স্পট কিকে ডেডলক ভাঙেন হাভার্টজ। এরপরই দারুণ নৈপুণ্যে ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান মুসিয়ালা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। নিজেদের ডি-বক্সের সামনে থেকে হাওয়ায় ভাসিয়ে লম্বা থ্রু বল বাড়ান শ্লটারবেক। সবাইকে পেছনে ফেলে বলের পেছনে ছুটে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। আসরে ২১ বছর বয়সী ফুটবলারের গোল হলো তিনটি। বাকি সময়ে বেশ কিছু ভালো আক্রমণ শাণালেও গোলের দেখা পায়নি ডেনমার্ক।


আরো সংবাদ



premium cement