১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

নারী ক্রিকেটে রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা মাঠে নামার আগেই সুখবর পেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। তবে সেটি রোহিতরা নন; হারমানপ্রীত কৌরদের হাত ধরে বিশ্বরেকর্ডের দেখা পেয়েছে তারা। নারী টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৬০৩ রানের ইনিংস গড়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেপক টেস্টের প্রথম ইনিংসে এক ডাবল সেঞ্চুরি, এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬ উইকেটে ৬০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। নারী ক্রিকেটে এটিই এখন টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের নজির। এর আগে অস্ট্রেলিয়া ৫৭৫ রান তুলে সে রেকর্ড গড়েছিল।


কাউন্সিলরশিপ পেল মহিলা লিগের চার ক্লাব
ক্রীড়া প্রতিবেদক
অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এই নির্বাচনে মহিলা লিগের সেরা ক্লাবকে কাউন্সিলরশিপ দেয়ার পক্ষে মত দেয়া হয় গতকাল বাফুফের বার্ষিক সাধারন সভায়। এই চার ক্লাব হলো চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি, রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব, তৃতীয় হওয়া বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব এবং চার নম্বরে থাকা সদ্যপুষ্করিনী যুব সংঘ। গতকালের এই এজিএমে আগের হিসাব অনুমোদিত হয়। ২০২৪ সালের ৫৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার টাকার বাজেট পেশ করা হয়। এতে আয় ৩১ কোটি ৪৫ লাখ ৯০হাজার টাকা। মানে বাকীটা ঘাটতি। এজিএম শেষে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, কিছু রুটিন বিষয়ের সাথে মহিলা লিগের চার সেরা ক্লাবকে কাউন্সিলরশিপ দেয়াটা অনুমোদিত হয়েছে।’ যদিও ফিফার নির্দেশনা ছিল বাফুফের কাউন্সিলরের সংখ্যা কমাতে হবে। বাফুফে সভাপতি বলেন, সাধারণ সভার সিদ্ধান্ত আমরা ফিফাকে জানাব। কাউন্সিলরের সংখ্যা কমালে ফিফাই কমাবে।


নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ
ক্রীড়া প্রতিবেদক
আসন্ন ফুটবল লিগ শেষে সেরা চার দল নিয়ে সুপার কাপ করার পরিকল্পনা বাফুফের। এতে লম্বা সময় পর ফিরে আসছে সুপার কাপ। তবে চলতি মৌসুম শুরু হবে নতুন টুর্নামেন্ট দিয়ে। এক ম্যাচের এই টুর্নামেন্টের নাম চ্যালেঞ্জ কাপ। লিগ চ্যাম্পিয়ন এবং ফেডারেশন কাপ জয়ী দল খেলবে আসরে। যেহেতু লিগ ও ফেডারেশন কাপ দু’টিতেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ যথাক্রমে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান তাই এই দুই দলই খেলবে চ্যালেঞ্জ কাপে। আর একেক বছর একেক জন তারকা ফুটবলারের নামে হবে এই টুর্নামেন্ট। প্রথমটি কাজী সালাহউদ্দিনের নামে হলে পরেরটি সালাম মুর্শেদীর নামে। কাল বাফুফের এজিএম শেষে জানান সহসভাতি ইমরুল হাসান।


নীড়ের ড্র
ক্রীড়া প্রতিবেদক
সাইফ পাওয়ারটেক ৪৮তম দাবায় সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় সাত খেলায় সাড়ে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। তিনি ড্র করেছেন ফাহাদ রহমানের সাথে। ৫ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।


এক ম্যাচ নিষিদ্ধ স্কালোনি ও গারেকা
ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ডাগআউটে থাকছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন এই কোচ। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় আজ সকাল ৬টায়। ‘এ’ গ্রুপের একই সময়ে শুরু হওয়া অপর ম্যাচে মুখোমুখি হবে চিলি ও কানাডা। স্কালোনির মতো চিলি কোচ রিকার্দো গারেকাও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। দু’জনই দলের সর্বশেষ ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে আসেন।

 

দুই সপ্তাহের ছুটি টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ শেষে দলের সাথে বাংলাদেশে আসেননি বিদেশী কোচরা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ সবাই নিজ নিজ দেশে ছুটিতে গেছেন।
সপ্তাহ দুয়েকের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেয়ার কথা তাদের। চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়রা।

 

ক্রোয়েশিয়াকে জরিমানা
ক্রীড়া ডেস্ক
চলমান ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে ইতালির বিপক্ষে বিপক্ষে ম্যাচে সমর্থকদের অপ্রীতিকর আচরণের জন্য শাস্তি পেয়েছে ক্রোয়েশিয়া। দলটিকে এক লাখ পাঁচ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। আলবেনিয়ার বিপক্ষেও একই কাজ তাদের। সেটার তদন্ত চলছে।


জাতীয় ফুটভলি
ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। রাজারবাগ পুলিশ লাইন মাঠে দুই বিভাগে মোট ১৪টি দলের অংশগ্রহণে দুুই দিনব্যাপী এই প্রতিযোগিতা ১ জুলাই পর্যন্ত চলবে। পুরুষ বিভাগে ৮টি এবং মহিলা বিভাগে ৬ দল খেলছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়।


আরো সংবাদ



premium cement