১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইংল্যান্ডকে ১৭২ রানের বড় লক্ষ্য দিলো ভারত

-

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড ম্যাচের আগে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, গায়ানায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল হয়েছেও তাই। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব। অবশেষে টস জিতে ইংলিশ অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও প্রথম বল মাঠে গড়ায় ৯.৪৫ মিনিটে। ৮ ওভার শেষে আবার হানা বৃষ্টির। মাঠের পরিচর্যা শেষে আবার খেলা শুরু হলে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল ভারত ইনিংসের সূচনা করেন অধিনায়ক রোহিত ও অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। বোলার ছিলেন রিচ টপলি। ওভারের প্রথম বলে পরাস্ত হলেও পরের বলেই থার্ডম্যানের ওপর দিয়ে চারের মাধ্যমে দলীয় ও ব্যক্তিগত রানের খাতা খুললেন রোহিত। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রিস টপলিকে দারুণ এক ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন বিরাট কোহলি। এক বল পরই ভারতীয় ব্যাটিং গ্রেটকে বোল্ড করেন ইংলিশ এই পেসার। ৯ রান করে ফিরলেন কোহলি। এরপর আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দিলেন স্যাম কারান। ঋষভ পন্তকে ক্যাচে পরিণত করেন জনি বেয়ারস্টো। দুই ব্যাটারকে হারিয়ে পাওয়ার প্লেতে ৪৬ রান সংগ্রহ পায় রোহিতের দল। ৮ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৬৫ রান হলে আবার বৃষ্টির হানা।
এক পশলা বৃষ্টি শেষে আবার দেখা মেলে সূর্য। খেলা শুরু হলে দেখেশুনে চালিয়ে যাচ্ছিলেন রোহিত ও সূর্যকুমার। ৩৬ বলে ৫০ রান পূর্ণ করেন ভারতীয় অধিনায়ক। ১৩.৪ ওভারে আদিল রশিদের বলে ব্যক্তিগত ৫৭ রানে সরাসরি বোল্ড হন রোহিত। উইকেটে আসেন হার্দিক পান্ডিয়া। আর্চারের শিকার এরপর ৪৭ রান করা সূর্যকুমার। ১২৪ রানে চতুর্থ উইকেটের পতন ভারতের। ১৮তম ওভারের জর্ডানের বলে পরপর দুই বলে দুই ছক্কার পর তৃতীয় বলে লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন পান্ডিয়া। ১৩ বলে দুই ছক্কা ও এক চারে ২৩ রান করেন তিনি। পরের বলেই উইকেটরক্ষক বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন শিবম দুবে। ইনিংসের শেষ ওভারে ফিরলেন ৬ বলে ১০ করে অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত জাদেজা ১৭ ও ১ রানে অপরাজিত থাকেন অরশদিপ সিং। তিনটি উইকেট নেন ক্রিস জর্ডান।

 


আরো সংবাদ



premium cement