১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তান-প্রোটিয়া ম্যাচে যত রেকর্ড

-

টি-২০ বিশ্বকাপের সংক্ষিপ্ত ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে মোট বল ১২৪টি। এর আগে ২০১৪ বাংলাদেশ আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছিল ২০৩ বলে।
বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ‘প্রথম’। সাতবার সেমিতে পৌঁছেও ফাইনাল খেলা হয়নি।
বিশ্বকাপের নকআউটে ‘সর্বনিম্ন’ সংগ্রহ। আফগানদের ৫৬ রানের এই সংগ্রহ কেবল টি-২০ বিশ্বকাপের সেমি নয়, যে কোনো নক-আউট পর্বের সর্বনিম্ন সংগ্রহ। আফগানদের সর্বনিম্নœ সংগ্রহ। ২০১৪ আসরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৭২ রানে অলআউট হয়েছিল তারা।
৬৭ বল বাকি রেখে জয়। যা আন্তর্জাতিক টি-২০তে প্রোটিয়াদের সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে ৫১ বল বাকি থাকতে জিতেছিল তারা।
এক বিশ্বকাপে কোনো বোলারের ‘সর্বোচ্চ’ উইকেট। ৮ ম্যাচে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। ছাড়িয়ে গেছেন ২০২১ সালে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৬ উইকেট নেয়ার রেকর্ডকে।
টি-২০ বিশ্বকাপে টানা ‘অষ্টম’ জয়। এখন পর্যন্ত আট ম্যাচের আটটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা।


আরো সংবাদ



premium cement