১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পর্তুগালকে হারিয়ে নক আউটে জর্জিয়া

-

ফিফা র‌্যাংকিংয়ে জর্জিয়ার অবস্থান ৭৪। ফুটবল ঐতিহ্য বলতে তেমন কিছু নেই সাবেক সোভিয়ের ইউনিয়নের এই দেশের। অথচ এই দেশটিই পরশু হারিয়ে দিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে। ক্রিশ্চিয়ানো রোলালদোদের ২-০ গোলে হারিয়ে ইউরো ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে জর্জিয়া। অবশ্য এই হারেও নক আউটে যেতে সমস্যা হয়নি র‌্যাংকিংয়ে ৬ এ থাকা পর্তুগালের। ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে তারা। সমান ৬ পয়েন্ট তুরস্কের। পরশু রাতে তুর্কিরা ২-১ গোলে চেক রিপাবলিককে হারিয়ে নক আউটে গেছে। আর জর্জিয়া ৪ পয়েন্টে তৃতীয় হয়ে সেরা চার দলের একটি হিসেবে পরের রাউন্ডে উঠেছে। পরশু ‘ই’ গ্রুপের ম্যাচে রোমানিয়া ১-১ গোলে সেøাভাকিরার সাথে এবং ইউক্রেন গোলশূন্যতে বেলজিয়ামের সাথে ড্র করে। এতে চার দলের পয়েন্ট সামন ৪ হলেও গোল পার্থক্যে চার নাম্বার হয়ে বাদ পড়তে হলো ইউক্রেনকে। বাকি তিন দল নক আউটে।


আরো সংবাদ



premium cement

সকল