১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানের হিটার আছে : রশিদ

-

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। ২০১৪ সালে প্রথমবার এই সংস্করণে বিশ্বকাপ খেলে আফগানরা। অথচ সেই ২০০৭ থেকে অংশ নিলেও এখনো সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে দুই দলের পার্থক্য কোথায়, যে কারণে আফগানরা এত দ্রুত সাফল্য পেলো আর বাংলাদেশ পেলো না।
এই প্রশ্নের উত্তরে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী ‘হিটার’ আছে, যারা বল সীমানা ছাড়া করতে পারে। তবে ওদের ব্যাটাররাও ভালো।’
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে করেন রশিদ। তিনি বলেন, ‘সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। ওদের সাথে আমরা অনেক খেলেছি। আমরা দু’টি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে, ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি।’
তিনি যোগ করেন, ‘আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়। আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান। যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সাথে পার্থক্য গড়ে ওঠে। এ ছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি।’


আরো সংবাদ



premium cement