১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিটনকে বিশ্রাম নিতে বললেন ইমরুল

-

টি-২০ বিশ্বকাপের আগে থেকেই রানখরায় ভুগছেন লিটন দাস। চলতি বছরে বলার মতো পারফরম্যান্স করতে না পারলেও অধিনায়ক ও কোচের চাওয়াতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নিয়ে যাওয়া হয় তাকে। তবে কোচ ও অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি বাংলাদেশের এই উইকেটকিপার।
এখন পর্যন্ত ছয় ম্যাচে ১৪.১৬ গড়ে মাত্র ৮৫ রান করেছেন লিটন। যেখানে রান করেছেন ৮৫ স্ট্রাইক রেটে। এবারের বিশ্বকাপে নিজের সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানের। বিশ্বকাপের মতো পুরো বছরজুড়েই ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি লিটন। ১০০ কম স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে করেছেন ১৭৮ রান। এমন পারফরম্যান্সের পরও নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
এদিকে লিটন একাদশে থাকার পরও সুযোগ দেয়া হচ্ছে জাকের আলী অনিককে। একই ম্যাচে দু’জন উইকেটকিপার ব্যাটার খেলানোর উত্তর খুঁজে পাচ্ছেন না ইমরুল কায়েস। ভারত ম্যাচ পরবর্তী সময় একটি শোতে লিটনকে বিশ্রাম দেয়ার পরামর্শও দিয়েছেন বাঁ হাতি এই ওপেনার, ‘আমি একটা ম্যাচে দুইটা উইকেটকিপার ব্যাটার খেলাচ্ছি কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। একটা ছেলে যদি রান না করে তখন তাকে তো অন্তত একটা বিশ্রাম দিতে পারি। লিটন রান করছে না তাকে একটা বিশ্রাম দিয়ে জাকেরকে ট্রাই করি। তাহলে ওই জায়গায় আমি একটা বোলার খেলাতে পারছি।’
তিনি আরো যোগ করেন, ‘আমাদের দেশে কিছু রীতি-নীতি হয়ে গেছে এই ব্যাটাররা সারাজীবনই খেলবে। ভালো খেলুক, খারাপ খেলুক খেলতেই থাকবে। এটা অন্যায়, সবাইকে সমান সুযোগ দেয়া উচিত। না হলে আমরা এভাবেই ভুগতে থাকব।’
ভারতের ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। পুরো বিশ্বকাপে জুড়ে বাংলাদেশকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন বোলাররা। অথচ ভারতের বিপক্ষে তাসকিন আহমেদকে বসিয়ে জাকেরকে খেলানো হয়। যার ফলে সবচেয়ে ভালো স্পিন খেলা ভারতের বিপক্ষে নেমেছে চারজন স্পিনার ও দু’জন পেসার নিয়ে। তাসকিনের জায়গায় কেন শরিফুলকে খেলানো হয়নি- সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ইমরুল মনে করেন, সেরা বোলারদের বসিয়ে রেখে ব্যাটার খেলানোর কারণ খুঁজে পাচ্ছেন না। ‘তাসকিন বাংলাদেশের সেরা বোলার- এটা মানতে হবে। সাম্প্রতিক সময়ে শরিফুল খুব ভালো বোলিং করছে। আমাদের সেরা বোলারদের বসিয়ে রেখে কেন অন্য জিনিস চেষ্টা করব।’


আরো সংবাদ



premium cement