শেষ ষোলোয় পর্তুগাল, অপেক্ষা বেলজিয়ামের
- ক্রীড়া ডেস্ক
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
ইউরোতে জমে উঠেছে গ্রুপ ‘ই’র লড়াই। রোমানিয়ার বিপক্ষে গতকাল ২-০তে জিতেছি বেলজিয়াম। স্লোভাকিয়ার কাছে প্রথম ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে আক্রমণের ঝড় বইয়ে দিল বেলজিয়াম। ইউরো টাইলম্যানসের পর ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। আর এই জয়ে গ্রুপের চার দলেরই পয়েন্ট হলো সমান ৩। তাই নকআউট পর্বের ওঠার সম্ভাবনা জোরাল রাখল ফিফা র্যাংকিংয়ের ৩ নম্বর দলটি। শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর প্রথম দল হিসেবে নকআউটে জায়গা করে নিল রবার্ট মার্টিনেজের দল। অন্য দিকে একই গ্রুপের অন্য ম্যাচে দাপুটে ফুটবল খেলেও জর্জিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাল চেক প্রজাতন্ত্র।
জার্মানির কোলনে বেলজিয়ামের জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। দ্বিতীয় রোমানিয়া, তৃতীয় ও চতুর্থ যথাক্রমে স্লোভাকিয়া ও ইউক্রেন। প্রথম ম্যাচে রথ্যাংকিংয়ে ৪২ ধাপ পিছিয়ে থাকা স্লোভাকিয়ার বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও হেরে যায় বেলজিয়াম। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না তাদের। সেই তাড়নায় ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ওপর আঘাত হানে বেলজিয়াম। বল পায়ে ডি-বক্সে ঢুকে রোমেলু লুকাকু বাঁ দিকে এক সতীর্থের সাথে বল দেয়া নেয়া করে কাটব্যাট করেন। আর ছুটে গিয়ে ম্যাচের বয়স যখন ৭৩ সেকেন্ড, ঠিক সেই সময় বক্সের বাইরে থেকে জোরাল শটে দলকে উচ্ছ্বাসে ভাসান টাইলম্যানস। ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ডি ব্রুইনা। বেলজিয়ান গোলরক্ষক কাস্তেলস নিজের বক্স থেকে শট নেন, বল হাওয়ায় ভেসে মাঝমাঠে সবার ওপর দিয়ে গিয়ে সামনে পড়ে, পেছনে ছুটে যান ডে ব্রুইনে, তাকে টেনে ধরার চেষ্টা করেও পারেননি এক ডিফেন্ডার। বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন বেলজিয়াম অধিনায়ক। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।
আগামী মঙ্গলবার দিবাগত রাত একটায় মাঠে নামবে এই গ্রুপের চার দল। রোমানিয়ার প্রতিপক্ষ স্লোভাকিয়ার আর বেলজিয়াম মুখোমুখি হবে ইউক্রেনের।
এ দিকে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে গত পরশু ‘এফ’ গ্রুপে তুরস্কের বিপক্ষে ম্যাচজুড়ে গোছানো ও ছন্দময় ফুটবল খেলল পর্তুগাল। ম্যাচের ২১ মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে ২৮ মিনিটে আরো একটি আত্মঘাতী গোল পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় মার্টিনেজের দল। রোনালদোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ গোল করলে ৩-০তে তুরস্ককে অনায়াসে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল পর্তুগাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা