১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সম্প্রীতির বন্ধনে ক্রিকেট ও ফুটবলে বয়োবৃদ্ধরা

-


তিন গ্রামের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন বয়োবৃদ্ধরা। সবার সাথে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টিতে প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট। ব্যতিক্রমী এই খেলার আয়োজক আবার তরুণ ও যুব প্রজন্ম।
আয়োজকরা বলছেন, তথ্যপ্রযুক্তি ও স্মার্ট মোবাইল ফোনে তরুণদের আসক্তির সময়ে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান আরো অটুট রাখতে ব্যতিক্রমী এই ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাদকমুক্ত তরুণ ও যুবসমাজ গড়তে প্রবীণ ব্যক্তিরা গ্রামবাসীকে উদ্বুদ্ধ করেন। নড়াইল সদরের ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের বেশির ভাগ খেলোয়াড় ছিলেন ৬০ থেকে ৭৫ বছরের। ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয় মাঠের চার দিক। এমনকি বিদ্যালয়ের ছাদে বসেও খেলা উপভোগ করেন অনেকেই। দর্শকদের মধ্যে নারী ও শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ব্যতিক্রমী এ খেলা দেখতে পেরে খুশি ভদ্রবিলা, পলইডাঙ্গা ও মহারাগসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

ভদ্রবিলা এলাকার মিনারা পারভীন বলেন, বয়স্কদের ব্যতিক্রমী ক্রিকেট ও ফুটবল খেলা ঈদের সময় আমাদের বাড়তি আনন্দ দিয়েছে। মিস সুমি বলেন, প্রবীণদের এ ধরনের খেলা আগে কখনো দেখিনি। ঈদের সময় পরিবার-পরিজন নিয়ে খেলা দেখতে খুব ভালো লাগছে।
রেজাউল শেখ বলেন, ভদ্রবিলা মাঠে খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেক দর্শক এসেছেন। এ ধরনের আয়োজন করার জন্য এলাকার যুবসমাজকে ধন্যবাদ জানাই।
বয়োবৃদ্ধ খেলোয়াড়রা জানান, ব্যতিক্রমী ক্রিকেট ও ফুটবল খেলায় অংশগ্রহণের মধ্যে দিয়ে তরুণ প্রজন্ম তথা গ্রামবাসীর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারা। বয়সের ভারে ঠিকমতো বল, ব্যাট ও ফিল্ডিং করতে না পারলেও অনেক আনন্দ পেয়েছেন। গ্রামবাসীদেরও আনন্দ দেয়ার চেষ্টা করেছেন। সাত ওভারের ক্রিকেট এবং ৩০ মিনিটের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে তরুণ ও যুব প্রজন্মের বিভিন্ন পেশার মানুষ জানান, জীবন-জীবিকার তাগিদে তাদের অনেকেই ঢাকাসহ দূর-দূরান্তে চাকরি করেন। ঈদ ছাড়া অন্য সময়ে গ্রামের প্রবীণ ব্যক্তিদের সাথে দেখা হয় না।
অন্য দিকে গ্রামের তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তির যুগে স্মার্ট মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়েছে। তাই তরুণ প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী এই প্রীতি ক্রিকেট এবং ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণকারী দুই দলের মধ্যে ট্রফি প্রদান ছাড়াও সবাইকে পুরস্কৃত করা হয়। প্রতি বছরই ঈদের সময়ে তাদের এ ধরনের ব্যতিক্রমী খেলার আয়োজন অব্যাহত থাকার কথা জানিয়েছেন তরুণ ও যুব প্রজন্মের আয়োজকরা।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব মোল্যা, খেলার আয়োজক কাজী রকিব উদ্দিন সেন্টু, খায়রুজ্জামান ফকির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বাবুল মোল্যা, ইউপি সদস্য রেজাউল করিমসহ অনেকে।

 


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ, ভৈরবে বিএনপির পথসভা ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো : নাহিদ ইসলাম দিনাজপুরে সাবেক হুইপসহ ২৫৫ জনের বিরুদ্ধে মামলা

সকল