সাকিবকে ৪ ওভার বল করানো উচিত : তামিম
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ জুন ২০২৪, ০২:০২
ব্যাটে-বলে টি-২০ বিশ্বকাপের এই আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি সাকিব আল হাসানের। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ১১ রান এবং বল হাতে ছিলেন উইকেটশূন্য। তবে ডাচদের বিপক্ষে রানে এবং গ্রুপপর্বে নেপালের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত উইকেটের দেখা পান দেশসেরা এই অলরাউন্ডার।
আসরের শুরুর তিন ম্যাচে উইকেট না পাওয়ার পেছনে কারণ কি পুরো স্পেল না করানোর? শুরুর তিন ম্যাচে তিনি মোট বল করেছেন ৮ ওভার, এর মধ্যে কেবল ডাচদের বিপক্ষে করেছিলেন পুরো ৪ ওভার। অবশ্য এটিকে সাকিবের উইকেট না পাওয়ার কারণ হিসেবে না দর্শালেও যেকোনো উইকেটে তাকে পুরো চার ওভার বল করানো উচিত বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। তিনি বলেন, ‘বাঁ হাতি ব্যাটার ব্যাট করছে নাকি ডানহাতি, তাকে (সাকিব) চার ওভার বল করাতে হবে। নিশ্চয় দলের পেসাররা অনেক ভালো করছে। কিন্তু সাকিব আল হাসান সেরা বোলার এবং সে অনেক বছর ধরে তার কাজটা করে আসছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা