১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কানাডা টি-২০ লিগে সাকিব-শরিফুল-সাইফউদ্দিন-রিশাদ

-

টি-২০ বিশ্বকাপের পর পরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-২০ লিগ। ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। ব্র্যাম্পটনের মাঠে গড়াবে টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ।
আসন্ন এই টি-২০ টুর্নামেন্টে খেলবেন শরিফুল ইসলাম। প্রথমবারের মতো কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই পেসার। চতুর্থ আসরে তিনি খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়। বাংলা টাইগার্স মিসিসাগায় শরিফুল সতীর্থ হিসেবে পাবেন সাকিব আল হাসানকে। যিনি এর আগে খেলেছিলেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এবার নতুন ঠিকানায় কানাডার এই টি-২০ লিগ মাতাবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই প্রথমে দলে নেয় বাংলা টাইগার্স মিসিসাগা ফ্র্যাঞ্চাইজি। এরপর দলটি দলে ভেড়ায় পাকিস্তানের ইফতিখার আহমেদকে। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, নামিবিয়ার ডেভিড ভিসাও খেলবেন সাকিবের দলে।

সাকিব ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে আসন্ন এই লিগে। তারা হলেন রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। মন্ট্রিয়ল টাইগার্স দলে ভিড়িয়েছে সাইফউদ্দিনকে। অন্যদিকে, টরেন্টো ন্যাশনালস ফ্র্যাঞ্চাইজি ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। চলতি বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সের সুবাদেই কানাডা লিগে দল পেলেন রিশাদ। তরুণ এই লেগি সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে আছেন সেরা দশে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা রিশাদ উইকেট নিয়েছেন ৯টি।
বিশ্বকাপের টিকিট কাটাই ছিল, অপেক্ষা ছিল শুধু বিমানে ওঠার। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় তানজিম হাসান সাকিবকে নিয়েছিল নির্বাচকরা। জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলেও ডাক পান। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। যে কারণে, টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি। কানাডা লিগে মন্ট্রিয়ল টাইগার্স দলে খেলবেন তিনি।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল