রিশাদের ওপর চড়াও হতে চান ডেভিড
- ক্রীড়া প্রতিবেদক
- ২০ জুন ২০২৪, ০০:০৬
বাংলাদেশ বরাবরই ফিঙ্গার স্পিনারদের আঁতুড়ঘর। সেখানে রিশাদ হোসেনের মতো রিস্ট স্পিনার ছড়ি ঘুরিয়ে প্রতিপক্ষ দলগুলোর ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পেছনে অন্যতম বড় ভূমিকাও রেখেছেন এই লেগ স্পিনার। আগামীকাল ভোরে সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে রিশাদকে নিয়ে ভাবতে হচ্ছে তাদেরও। অসি অলরাউন্ডার টিম ডেভিড জানিয়েছেন তাদের দলের কারোরই রিশাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তবে এই স্পিনারকে আক্রমণের প্রস্তুতি নিয়ে রাখছে অজিরা।
সুপার এইটের সব ম্যাচই হবে ক্যারিবীয় দীপপুঞ্জে। ফলে সব দলই স্পিনের বিপক্ষে লড়াইয়ের জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে টিম ডেভিড বলেছেন, ‘আমি মনে করি এটাই বিশ্বকাপের প্রকৃতি। প্রতিটি দলের বিপক্ষে একবার খেলতে পারবেন। আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন। তাই প্রতিপক্ষ নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবেন না। তবে আমরা রিশাদের ওপর চড়াও হবো।’
বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। ওভারপ্রতি খরচ করেছেন ৭ রানের কম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও পার্থক্য গড়ে দিতে পারেন এই লেগ স্পিনার। এ দিকে টিম ডেভিড নিজেও লেগ স্পিন বোলিংয়ে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি ৯ মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি। সত্যিই ভালো হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে বিশেষ করে তা কাজে দেবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা