১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অলিম্পিকে কোয়ালিফাই করলেন সাগর

-

ওয়াইল্ড কার্ড নয়। সরাসরি প্যারিস অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছেন সাগর ইসলাম। ১৭ জুন তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ফাইনাল কোটা প্লেস এর টুর্নামেন্টে বাংলাদেশের এই আরচার সেমিফাইনালে উঠেই আগামী অলিম্পিক গেমসে খেলার ছাড়পত্র পেয়েছেন। কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের লি আদমকে টাইব্রেকারে ৬-৫ সেটে হারিয়ে সেমিতে ওঠেন। তাতেই সাগরের কোটা নিশ্চিত হয় অলিম্পিকের। এরপর সেমিফাইনালেও জয় সাগরের। সেমিতে কিউবার হুগো ফ্রাঙ্কোকে ৭-১ সেটে হারিয়ে পৌঁছে যান ফাইনালে। অবশ্য ফাইনালে আর পেরে ওঠেননি তিনি। ০-৬ সেটে হার মানেন উজবেকিস্তানে আমিরখন সাদিখভের কাছে। এতে স্বর্ণের বদলে ব্রোঞ্জপদক জিততে হয় সাগরকে।
সাগর হলেন বাংলাদেশের দ্বিতীয় আরচার যিনি সরাসরি অলিম্পিক গেমসে কোয়ালিফাই করলেন। এর আগে ২০১৯ সালে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা তৃতীয় হয়ে টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করেছিলেন। তবে রোমান সানার সেই আসর ছিল বেশি মর্যাদার। তুরস্ক থেকে ফোনে জানান, বাংলাদেশ দলের ম্যানেজার কামরুল ইসলাম কিরন।
গতকাল থেকেই আনতালিয়ায় শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি আরচারি। এতে র‌্যাংকিং ভালো হলে দিয়া সিদ্দিকী ও সীমা আক্তার শিমুর চান্স আছে প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাওয়ার। সেক্ষেত্রে অলিম্পিকে রিকার্ভ মিক্সড টিমেও খেলতে পারবে বাংলাদেশ। যেমনটা টোকিওতে খেলেছিলেন রোমান সানা ও দিয়া। দিয়া এবার কোটা প্লেসের ম্যাচে ১/১৬ এর খেলায় স্লোভেনিয়ার কার্দিনা টিংকারার কাছে ৩-৭ সেটে হেরে যান। দিয়ার কাছেই ১/২৪ এর খেলায় হার মানেন শিমু।


আরো সংবাদ



premium cement