১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রথম জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড

-

টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। উগান্ডার বিপক্ষে এই জয়ের পথে একগাদা রেকর্ড গড়েছে কিউইরা। প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলতে আসা দলটি আগে ব্যাটিংয়ে নেমে ৪০ রানেই অলআউট হয়। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়েই ৪১ রান করে চলমান আসরে প্রথম জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লুকি ফার্গুসন, তিন পেসারের আঁটসাঁট বোলিংয়ের দিশেহারা হয়ে যায় উগান্ডার ব্যাটিং লাইনআপ। তিন পেসারের মিতব্যয়ী বোলিংয়ে গড়লেন রেকর্ড।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে টস হেরে গতকাল আগে ব্যাটিংয়ে নেমে ১ রানেই প্রথম উইকেট হারায় উগান্ডা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফ্রিকার দেশটি। মাত্র এক ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছেতে সক্ষম হয়। ১৮ বলে ১১ রান করে ফার্গুসনের বলে সরাসরি বোল্ট হন কেনেথ ওয়াইসওয়া। সাউদি তিনটি, দু’টি করে উইকেট নেন বোল্ট, মিচেল স্যান্টনার ও রাচিন রাভিন্দ্র।
লক্ষ্য তাড়ায় ব্যক্তিগত ৯ রানে ফিল অ্যালান ফিরলেও ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্র অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরা হন সাউদি।
টি-২০ বিশ্বকাপে এদিন উগান্ডা ৪০ রানে অলআউট হয়। যা টি-২০ বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন। এর চেয়ে কম রানে অলআউটেও নাম জড়িয়ে আছে উগান্ডার। চলমান আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল উগান্ডা। আর ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৩৯ রানে থামিয়েছিল শ্রীলঙ্কা। উগান্ডাকে ৪০ রানে রানে অলআউট করার পথে ৪ ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট নেন টিম সাউদি। টি-২০ বিশ্বকাপে ৪ ওভার পূর্ণ বোলিং করা স্পেলে এটিই সবচেয়ে কম রান দেয়ার ঘটনা। চলতি আসরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন উগান্ডার ফ্রাঙ্ক সুবুগা।
সাউদি ছাড়াও ৪ ওভারে ট্রেন্ট বোল্ট ৭ রানে ২ উইকেট ও লকি ফার্গুসন ৯ রানে নিয়েছেন ১ উইকেট। যা আন্তর্জাতিক টি-২০তে কোনো দলের তিন বোলারের দশের কম রান দেয়ার প্রথম ঘটনা এটি।
১৮.২ ওভারে ৪০ রান করে উগান্ডা। যা টি-২০ বিশ্বকাপে অন্তত ১০০ বল খেলা দলীয় ইনিংসে সবচেয়ে কম রান রেটের রেকর্ড। সব মিলিয়ে অন্তত ১০০ বলের ইনিংসে এর চেয়ে মন্থর গতিতে রান নেয়ার ঘটনা ২০২৩ সালে কেনিয়ার বিপক্ষে ওভারপ্রতি ২.১২ রান। ১৮.২ ওভারে ৩৯ রান করেছিল মালি। ২০২১ সালে কানাডার বিপক্ষে ১৭.২ ওভারে ৩৭ রান করার পথে পানামার রান রেট ছিল ২.১৩।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৯ রান করেছিল উগান্ডা। বিশ্বকাপে প্রথম ৬ ওভারে এটিই কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে ৪ উইকেটে ১৩ রান করেছিল পাকিস্তান।


আরো সংবাদ



premium cement