১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অসি-স্কটিশ ম্যাচ যে কারণে গুরুত্বপূর্ণ

-

টি-২০ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সকাল ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। এই ম্যাচের জয়-পরাজয়ে ভাগ্য নির্ভর করছে ইংল্যান্ডের। আর এরই মধ্যে ম্যাচকে সামনে রেখে গতকাল অসি পেসার জশ হ্যাজলউড একটি বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেন, ইংল্যান্ডকে সুপার এইট থেকে বাদ দেয়া টুর্নামেন্টের প্রতিটি দলের সর্বোত্তম স্বার্থ হবে। মিডিয়ার একটি অংশ এবং ইংলিশ ভক্তরা এটিকে ম্যানিপুলেশন বলে আখ্যায়িত করেছে। যদিও হ্যাজেলউড মন্তব্যটি করেছেন হাস্যরসের মধ্যেই।
অবশ্য দলের অপর পেসার প্যাট কামিন্স বলেন, ইংল্যান্ডকে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় করতে অস্ট্রেলিয়া কখনোই নিজেদের রান রেটের ওপর প্রভাব ফেলার চেষ্টার কথা ভাববে না। কামিন্স বিশ্বাস করেন, এমন কৌশল খেলার চেতনাবিরোধী।
সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ইংল্যান্ডের সুপার এইটে উঠার। কারণ ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করা অসিদের তিন ম্যাচ শেষে পয়েন্ট ৬। আর তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে আশ্চর্যজনকভাবে যদি স্কটিশরা জয় হয়, তাহলে নিউজিল্যান্ডের পর গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া তাদের একাদশে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। সুপার এইট নিশ্চিয় হওয়ায় একাদশে কিছু পরিবর্তন আনতে পারে।


আরো সংবাদ



premium cement