১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে তাকিয়ে পাকিস্তান

-

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে আজ সকাল সাড়ে ৫টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভালোভাবেই সুপার এইটে প্রবেশ করেছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে এবং ভারতের সাথে হেরে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথেই যুক্তরাষ্ট্র। আইরিশরা খেলেছে দুই ম্যাচ। দু’টিতেই হার। তাদের সম্ভবনা নেই বললেই চলে। তবে এই গ্রুপে থাকা পাকিস্তান ও কানাডার রয়েছে তিন ম্যাচে দু’টি করে পয়েন্ট। সুপার এইটে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে বৃষ্টি এবং বন্যার কারণে কপাল পুড়তে পারে পাকিস্তান, কানাডা ও আয়াল্যান্ডের।
ফ্লোরিডায় বৃষ্টির জেরে কপাল পুড়েছে শ্রীলঙ্কার। ভয়ে রয়েছে পাকিস্তানও। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে এমনিতেই সুপার এইটে যাওয়ার শঙ্কায় আছেন তারা। এর মধ্যেই বাবর আজমদের ঘাড়ে চেপে বসেছে ফ্লোরিডার ভারী বর্ষণ। ইতোমধ্যে ভারী বৃষ্টিতে সেখানে এক রকম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা-ঘাটে পানিতে ডুবে গেছে।
এই ফ্লোরিডাতেই আছে ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ। ভারত সুপার এইটে উঠে গেলেও ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় কোন দল সুপার এইটের টিকিট পাবে, তা ঠিক হবে ফ্লোরিডায়। কিন্তু বন্যার কারণে ফ্লোরিডার ম্যাচ হবে কি না, সেটি নিয়েই আছে শঙ্কা। এমনটা হলে মাঠে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে পাকিস্তানের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে যুক্তরাষ্ট্র। যদি বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ১ পয়েন্ট পাবে যুক্তরাষ্ট্র। এমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে তারা। অন্য দিকে আইরিশদের বিপক্ষে বাবররা হারলে বা জিতলেও পাকিস্তানের সুপার এইটে ওঠা হবে না। কারণ চার ম্যাচে ৩ পয়েন্টের পুঁজি দাঁড়াবে বাবর বাহিনীর।
অন্য দিকে কানাডাকে যদি ৪ পয়েন্টে পৌঁছাতে হয়, তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ পর্বেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হবে কানাডাকে। একই কথা প্রযোজ্য আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। তাদের ৪ পয়েন্টে পৌঁছাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া মানেই কাগজে-কলমেও টিকে থাকা হবে না আইরিশদের।
যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনস জানিয়েছেন, ‘খেলার জন্য আমরা প্রস্তুত। তবে প্রকৃতির উপর কারো হাত নেই।’ উল্লেখ্য, পরশু ভারতের কাছে সাত উইকেটে হারে যুক্তরাষ্ট্র।
আয়াল্যান্ড অধিনায়ক পল স্টালিংয়ের বক্তব্য, ‘দুই ম্যাচ হেরে সদস্যরা মুখিয়ে আছে প্রথম জয়ের জন্য। খেলা মাঠে গড়ালে সবাই তাদের সেরাটাই দেবে।’


আরো সংবাদ



premium cement