শেষের আগেই সমাপ্তি!
- জসিম উদ্দিন রানা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
টি-২০ বিশ্বকাপে এবার অংশ নিয়েছে রেকর্ড ২০টি দল। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। প্রথম পর্ব শেষ প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। তবে এই লড়াইয়ে হুংকার দেয়ার আগেই বিদায়ের শঙ্কা জেগেছে ফেবারিট হিসেবে বিশ্বকাপ অংশ নেয়া পরাশক্তি চার দলের।
সর্বশেষ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই আসরের রানার্স-আপ পাকিস্তান। তবে দুদলই নবম আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কায় রয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ‘বিদায়ঘণ্টা’ বেজেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও মুকুটহীন রাজা নিউজিল্যান্ডের।
বিশ্বকাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বে অন্তত দু’টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড। কিন্তু একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি দলগুলো। অপর দিকে তিন ম্যাচ খেললেও কাক্সিক্ষত জয় পায়নি শ্রীলঙ্কা। টানা ব্যর্থতায় ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দলগুলোর।
বিদায়ঘণ্টায় নিউজিল্যান্ড
কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই বিশ্বকাপের বিমান ধরেছিল নিউজিল্যান্ড। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল কিউইরা। পরিসংখ্যান ও অভিজ্ঞতায় যোজন যোজন পিছিয়ে থাকলেও গ্রুপ ‘সি’-এর ম্যাচে আফগানদের কাছে ৮৪ রানে হেরেছে ব্ল্যাকক্যাপসরা। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচটি কিউইদের জন্য ছিল বাঁচা-মরার। কিন্তু স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেন উইলিয়ামসনের দল। টানা দুই হারে বিশ্বকাপে অলিখিত বিদায়ঘণ্টা বেজেছে গ্যারি স্টিডের শিষ্যদের।
লঙ্কানরাই সবার আগে
টানা দুই হারে চলমান টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে শ্রীলঙ্কা। কারণ, গ্রুপ ‘ডি’ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলে দু’টিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এতে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে লঙ্কানরা। নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও ৩ পয়েন্ট হবে, তাতে অবশ্য সুপার এইটে যাওয়া হবে না এশিয়ান সিংহদের। সেই হিসেবে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।
কঠিন পরীক্ষায় পাকিস্তান
যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। এই হারে অনেকটা পিছিয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামে তারা। সেই ম্যাচেও তীরে এসে তরী ডুবিয়েছে বাবর আজমের দল। এই হারের মধ্য দিয়ে বিদায়ের শঙ্কায় রয়েছে তারা।
যদি-কিন্তুর মারপ্যাঁচে ইংল্যান্ড
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু বেরসিক বৃষ্টিতে ম্যাচটিতে কোনো ফলাফল আসেনি। এতে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় থ্রি লায়ন্সরা। কিন্তু অসিদের বিপক্ষে হারের তেতো স্বাদ পায় দলটি। এতে করে তাদের সুপার এইটের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়। কারণ, ইতোমধ্যে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে অসিরা। আর দুই জয়ের সাথে ইংলিশদের থেকে কেড়ে নেয়া ১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে স্কটল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা