১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোচ ও বিদেশী ফুটবলার খুঁজছে আবাহনী

-

আর্জেন্টিনার দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে আর রাখবে না ঢাকা আবাহনী। সাথে গত সিজনের কোনো বিদেশীকেও নতুন সিজনে নেবে না তারা। ফলে আকাশি নীল-শিবির এখন কোচ এবং নতুন বিদেশীর সন্ধানে। পুরনো খেলোয়াড়দের মধ্যে গোলরক্ষক শহীদুল আলম সোহেল ও পাপ্পু হোসেনকে রাখছে না তারা। নিয়েছে জাতীয় দলের গোলরক্ষক মিতুল মারমা ও মাহফুজ হাসান প্রীতমকে। এ ছাড়া বসুন্ধরা কিংসের ইয়াসিন আরাফাত, মোহামেডানের জাফর ইকবাল, কামরুল, শাহরিয়ার ইমন, হাসান মুরাদ, শেখ জামাল থেকে শাকিল, শেখ রাসেল থেকে সারোয়ার জামান নিপু, ফর্টিস এফসি থেকে আকাশ ও সবুজকে নিয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement