মন্থর উইকেট বলেই আশাবাদী বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে টি-২০ বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেয়ার মতো দল নয় বাংলাদেশ। কিন্তু বিশ^কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচের বাজে পারফরমেন্স টাইগারদের আশাবাদী করছে। আগামীকাল ভোরে অর্থাৎ ৮ জুন শনিবার টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। নড়বড়ে ব্যাটিং লাইন আপ হলেও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
ডালাস এবং নিউ ইয়র্কের সাথে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের মিল খুঁজে পেয়েছে শান্তবাহিনী। শ্রীলঙ্কাকে ধরাশায়ী করতে উইকেটের উপরই নির্ভর করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার শোচনীয় হারের পর উইকেটটি নিম্নমানের বলে ধারণা করা হচ্ছে। এমনকি শ্রীলঙ্কাও পিচের সমালোচনা করেছে। এ কারণেই মন্থর উইকেট বাংলাদেশকে আত্মবিশ্বাসী করছে।
টি-২০ বিশ্বকাপের আগে হতাশাজনক পারফরমেন্স করলেও অনেকটাই আত্মবিশ্বাসী টাইগার শিবির। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও অসহায়ভাবে হার। ওই ম্যাচে মন্থর উইকেটের সাথে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের দলে মূল সমস্যা ব্যাটিং। আশানুরূপ বোলিং পারফরমেন্সে প্রতিপক্ষ ব্যাটারদের মাথা ব্যথার কারণ দলের বোলাররা।
বাংলাদেশকে নতুনভাবে ইতিহাস লিখতে হবে। ২০০৭ সালের প্রথম আসর দিয়েই টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ওই আসরে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের ওই জয়টিই এখন পর্যন্ত বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। অস্ট্রেলিয়ায় সর্বশেষ টি-২০ বিশ্বকাপে তিনটি জয় পেয়েছিল টাইগাররা। সেটিই এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড। কিন্তু তিনটি জয়ই ছোট দলের বিপক্ষে পেয়েছিল টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত সংক্ষিপ্ত ভার্সনে ১৬ ম্যাচ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে জয় ও ১১টিতে হেরেছে তারা। বড় দলগুলোর মধ্যে একমাত্র লঙ্কানদের বিপক্ষেই সবচেয়ে বেশি জয় আছে টাইগারদের। এটাও শান্তদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। ‘আগে যা হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমাদের কতটা সামর্থ্যবান। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।’
শান্তর নির্ভীক ক্রিকেট খেলার ইচ্ছা থাকলেও অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বাস টুর্নামেন্টে ভালো শুরু যেকোনো দলকে আত্মবিশ^াসী করে। ‘আমরা কিভাবে টুর্নামেন্ট শুরু করবো, তার উপর সব কিছু নির্ভর করছে। আমাদের ভালো শুরু করতে হবে। শুরুটা ভালো করতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাবো বলেই বিশ্বাস।’
অপর দিকে চাপে থাকবে শ্রীলঙ্কা। কারণ, বাংলাদেশকে যদি হারাতে না পারে তাহলে পরের রাউন্ডে যাবার পথ অনেকটাই কঠিন হয়ে যাবে তাদের। সে ক্ষেত্রে অনেক যদির উপর নির্ভর করতে হবে তাদের। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে হারানোর চাপ দল কাটিয়ে উঠবে বলে বিশ^াস করেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভার।
শরিফুলের বদলি নিচ্ছে না বাংলাদেশ
গত ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে কাউকে নিতে রাজি নয় বাংলাদেশ। ভারতের হার্দিক পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভের শট ধরতে গিয়ে বোলিং হাতে ইনজুরির কারণে ছয়টি সেলাই পড়েছে শরিফুলের। যে কারণে বিশ্বকাপে অনিশ্চিয়তার মুখে তিনি। গতকাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তার ইনজুরি আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার হাতে ছয়টি সেলাই পড়েছে। তার রিকভারি প্রক্রিয়া মূল্যায়ন করতে আমাদের আরও কিছুদিন সময় নিতে হবে।’
ডালাসে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন শরিফুল। যেহেতু দলের সাথে আরেক পেসার হাসান মাহমুদ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন, তাই প্রয়োজনে শরিফুলের জায়গায় তার সেবা নিতে পারে বাংলাদেশ। লিপু আরো বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আমাদের সাথে আছেন হাসান। আমরা শরিফুলকে পেতে আগ্রহী কারণ দলের জন্য ধারাবাহিকভাবে ভালো করেছেন তিনি। ৯ জুন শরিফুলের অবস্থার মূল্যায়ন করবো এবং এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। এখনিই তার বদলি নয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা