১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রত্যাশিত জয় অস্ট্রেলিয়ার

-

টি-২০ বিশ্বকাপের নবম আসর জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে সহজেই হারাল ওমানকে। আগে ব্যাট করে মিচেল মার্শের দল নির্ধারিত ওভারে ১৬৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানেই থেমে যায় ওমানের ইনিংস। ‘বি’ গ্রুপের ম্যাচে গতকাল ৩৯ রানে জয় পেয়েছে অসিরা।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয় দিয়েই শুরু হয় ওমানের ইনিংস। ৫৬ রানে ৫ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি ওমান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমান। এর আগে ব্যাটিংয়ে নেমে স্টয়নিসকে সাথে নিয়ে ১০২ রানের জুটি গড়ে ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করে কলিমুল্লাহর বলে শোয়েব খানের তালুবন্দী হন। এই ইনিংস খেলার পথে সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চকে টপকে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০তে সর্বোচ্চ রানের মালিক বনে যান ওয়ার্নার। ১০৪ ম্যাচে ওয়ার্নারের রান এখন ৩,১৫৫।


আরো সংবাদ



premium cement