১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেলবোর্ন স্মৃতি ভুলতে চায় বাংলাদেশ

গতকাল অনুশীলনে এমন প্রাণাবন্তই ছিলেন বাংলাদেশ দলের ফুটবলাররা : বাফুফে -

মালদ্বীপ, ভুটান ও কম্বোডিয়ার বিপক্ষে তিন জয়ের কথা বাদই দেয়া যাক। হাই র‌্যাংকিং আফগানিস্তান এবং লেবাননের বিপক্ষে তিন ম্যাচে ড্র করা আর ফিলিস্তিনের বিপক্ষে হোম তুমুল লড়ায়ে ইনজুরি টাইমে ০-১ গোলে হার। যে রেজাল্ট বাংলাদেশের ফুটবলকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছিল সবাই। তবে অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্নের মাঠে ০-৭ গোলের হার আগের পারফরম্যান্সের সাথে ছিল একেবারেই বেমানান। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে বাংলাদেশকে ৫-০ ও ৪-০তে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সকারুজরা এবারের বিশ্বকাপ বাছাই পর্বে সাত গোলে হারাবে হাভিয়ার কাবরেরা বাহিনীকে তা কেউ-ই প্রত্যাশা করেনি। যদিও পরে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে ০-৫ গোলে ধরাশায়ী। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচে বাংলাদেশ চায় হোম অ্যাডভানটেজ কাজে লাগাতে। জামাল ভূঁইয়ারা প্রমাণ করতে চায় মেলবোর্নে অনুষ্ঠিত গত ম্যাচের দিনটা লাল-সবুজদের জন্য বাজে দিনই ছিল। এই মিশনেই আজ কিংস এরিনায় সন্ধ্যা পৌনে ৫টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার শক্তিমত্তা সম্পর্কে কোনো সন্দেহই নেই। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে পিছিয়েও তারা যেভাবে ঘুরে দাঁড়ায় এক গোল পরিশোধ করে দ্বিতীয় গোলের খুব কাছে চলে যায়। এতে বুঝাই যায় আজও তাদের গোলের উৎসব চলবে স্বাগতিকদের বিপক্ষে। এবারের বাছাই পর্বে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে তারা। এতে নিশ্চিত হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ড।
যদিও বাংলাদেশ কোচ কাবরেরা বলছেন, তারা প্রমাণ করতে চায় দুই দলের গত ম্যাচটা বাংলাদেশের জন্য বাজে একটি দিনই ছিল। তার মতে, আমরা কিন্তু দেশের মাটিতে খারাপ খেলি না। এবারো আমরা ভালো খেলতে চাই। ৭ নভেম্বরের ম্যাচে আমরা ৭ গোল খেয়েছিলাম কারণ গোলগুলো দ্রুতই হয়ে গিয়েছিল। এখন দেশের মাটিতে দর্শকদের আনন্দময় ফুটবল উপহার দিতে চাই। আগের ম্যাচের ভুলগুলো আর করতে চাই না।
ফিফা র‌্যাংকিংয়ে ২৪ এ আছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ ১৮৪তে। এই সকারুজরা সেট পিসে বেশ ভালো। সেই কথা উল্লেখ করে কাবরেরা বলেন, সেট পিসে তারা বিশ্বের অন্যতম সেরা। তাদের খেলোয়াড়দের শারীরিক উচ্চতাও একটা সমস্যা। তাই তাদের ঠেকাতে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব।’ এই স্প্যানিশ কোচের মতে, আমরা চেষ্টা করব দ্রুত গোল না খেতে। তাহলে লড়াই করার শক্তি থাকে। গোল হজম না করলে আত্মবিশ্বাস নিয়ে খেলা যায়। সেটা নিয়েই কাজ করছি। সে সাথে নির্দিষ্ট পরিকল্পনাও প্রয়োগ করা সম্ভব হয়।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান , ‘মেলবোর্নে অনেক ঠাণ্ডা ছিল। সবাইকে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এখানে নিজেদের মাঠে খেলা। প্রচুর দর্শক থাকবে, সমর্থক থাকবে। পরিবারের সদস্যরাও থাকবে। আমরা এখানে নিজেদের মেলে ধরতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মেলবোর্নে সাত গোলে হারাটা ছিল বাজে দিনের ব্যাপার।’
অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড জানান, ‘বাংলাদেশ এবার নিজের মাঠে খেলবে। এই বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া দলকে গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। আমরা জানি ঘরের মাঠে ওরা সম্পূর্ণ ভিন্ন দল। হ্যাঁ, এটা ঠিক নভেম্বরে এই বাংলাদেশকেই আমরা নিজেদের মাঠে সাত গোলে হারিয়েছিলাম। কিন্তু সেটি অতীত- এটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ।’


আরো সংবাদ



premium cement