পাবলিক পার্কে ভারতের অনুশীলন
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে নিউ ইয়র্কের হিকসভিল অঞ্চলের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছিল ভারত। অনুশীলনের দিন ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ খবর প্রকাশ করেছিল ভারতের অনুশীলন সুবিধার অসন্তুষ্টি নিয়ে। জসপ্রিত বুমরাহ, রোহিত শর্মাদের জন্য পর্যাপ্ত খাবারও ছিল না বলে দাবি করেছিল তারা।
গ্রুপ পর্বে নিউ ইয়র্কের বাইরে অবশ্য খেলা নেই ভারতের; যে কারণে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকে সেখানেই রয়েছেন ভারতের ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে পারছে না তারা। যার ফলে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে; যা অদ্ভুত লাগছে রাহুল দ্রাবিড়ের। ‘নিশ্চিত করেই বিশ্বকাপে বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা