লড়াই করেই সাবিনাদের হার
বাংলাদেশ ০-১ চাইনিজ তাইপে- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ জুন ২০২৪, ০১:৩৯
র্যাংকিংয়ে চাইনিজ তাইপে ১০০ ধাপ এগিয়ে থাকলেও তাদের কাছে চার গোলে হারা দল নয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ডিফেন্ডার আর গোলরক্ষকের ভুলেই হালি গোল হজম। সে দিন বিরতির পর অবশ্য গতিময় ফুটবল উপহার দেয় লাল-সবুজরা। সেই ম্যাচই জানান দিয়েছিল, দ্বিতীয় ম্যাচে লড়াইটা হবে আরো জমজমাট। ক্লাব বসুন্ধরা কিংস এরিনায় সেই দৃষ্টিনন্দন ফাইটই করেছে স্বাগতিকরা। এই ম্যাচে জেমস বাটলারের দল ০-১ গোলে হেরে প্রমাণ করেছে র্যাংকিং স্রেফই একটি পেপার। উল্লেখ্য, ফিফা র্যাংকিংয়ে তাইপে ৪০ এবং বাংলাদেশ ১৪০ এ আছে।
কাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে কোচ বাটলার দল সাজান অধিনায়ক সাবিনা, ডিফেন্ডার মাছুরা , ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও সুমাইয়া মাতসুসিমাকে বাদ দিয়ে। একাদশে আসেন আনাই মগিনি, দুই শামসুন্নাহার ও স্বপ্না রানীকে। যদিও শেষ ১২ মিনিট বদলি নেমে সাবিনা সেটপিসে অংশ নিয়ে আতঙ্ক ছড়িয়েছেন।
দীর্ঘ ১৪ বছর পর একাদশ থেকে বাদ পড়েছেন সাবিনা। সেই ২০১০ সাল থেকে খেলছেন টানা জাতীয় দলে। সেই সাবিনা এর আগে কখনো চোট কিংবা ফিটনেসের কারণে একাদশ থেকে বাদ পড়েননি। তাকে ছাড়াই বাংলাদেশ আগের ম্যাচের চেয়ে ইতিবাচক ফুটবল খেলছে। এক গোল হজম করলেও হাফ চান্স কাজে না আসায় ম্যাচটি ড্র হয়নি। বিরতির পর বাংলাদেশ দল যেভাবে খেলেছে তাতে একাধিক গোলই পেতে পারত।
১৭ মিনিটে তাইপে এগিয়ে যায়। বক্সের ভেতরে লিনের কাটব্যাক থেকে সু ইউ হুসুয়ান ছয় গজের কোনা থেকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে। গোল খেয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ১৯ মিনিটে মনিকা চাকমা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমা পড়ে।
এরপর স্বপ্না রানী ও মুনকির শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬৯ মিনিটে মনিকার জোরালো শট পোস্টে থাকলে গোল হতো। ৭৮ মিনিটে সাবিনা নামেন। নেমেই সেটপিস থেকে একের পর এক আতঙ্ক ছড়ান। তবে কাক্সিক্ষত গোল আর আসেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা