১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোস্তাফিজকে শুভেচ্ছা জানাল চেন্নাই

-

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র বাংলাদেশী হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। পুরো আসর খেলতে না পারলেও টুর্নামেন্টের মাঝ পথে ফেরা মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত কয়েকটি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছিলেন। আর এবার চেন্নাই সুপার কিংস আসন্ন বিশ্বকাপ উপলক্ষে শুভেচ্ছা জানাল মোস্তাফিজকে। চেন্নাইয়ের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শুভেচ্ছা জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, জাতীয় দলের হয়ে বাংলাদেশের জন্য জ্বলে উঠুক মোস্তাফিজ।
আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজ খেলেছেন ৯ ম্যাচ। আর এই ৯ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ১৪টি। জাতীয় দলের হয়ে খেলার জন্য আসরের মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছে এই পেসারকে।
টি-২০ বিশ্বকাপের নবম আসরে ৮ জুন ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। গ্রুপ পর্বে পর্বে বাকি তিন ম্যাচে নেদারল্যান্ডস, নেপাল ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হাসান শান্তর দল।

 


আরো সংবাদ



premium cement